ফুটবল
ম্যাচে শোক নতুন নয়। মাঠেই হৃদরোগে আক্রান্ত হওয়া কিংবা মৃত্যুর ঘটনা
অহরহ্ ঘটছে। এবার ফুটবল বিশ্ব স্বাক্ষী হলো আরেক বিষাদের। চ্যাম্পিয়নস
লিগের খেলা দেখতে এসে অসুস্থ হয়ে মারা যান বায়ার্ন মিউনিখের এক সমর্থক।
মৃত্যুর শোকে ছেয়ে যায় বেনফিকার বিপক্ষে বায়ার্নের ১-০ গোলের জয়।
বুধবার
(৬ নভেম্বর) আলিয়ান্স অ্যারেনায় বেনফিকার বিপক্ষে মাঠে নামে বায়ার্ন।
ম্যাচটিতে জামাল মুসিয়ালার একমাত্র গোলে জয় পায় বায়ার্ন। তবে এক সমর্থকের
অসুস্থতার খবর জেনে ম্যাচের উচ্ছ্বাসে লাগাম টানেন বায়ার্নের সমর্থকেরা।
ম্যাচের পর জানা যায়, হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ওই সমর্থক।
ম্যাচের
শুরুটা ছিল স্বাভাবিকভাবেই। তবে খেলা শুরুর কয়েক মিনিট পরই জানা যায়,
জরুরি চিকিৎসার প্রয়োজন পড়েছে একজন সমর্থকের। প্যারামেডিকস ও পুলিশ সদস্যরা
এগিয়ে যান দ্রুত। কিন্তু ততক্ষণে না ফেরার দেশে চলে যান ওই সমর্থক।
খবরটি
শোনা মাত্র বায়ার্নের গ্যালারি যেন রক্তিম বিষাদে ছেয়ে যায়। এরপরই
ক্লাবটির সমর্থকগোষ্ঠি ম্যাচ জয়ের পর উদযাপন না করার সিদ্ধান্ত নেন। একই
সঙ্গে ওই সমর্থকের পরিবারে প্রতি সমবেদনাও জানায় তারা। পরে বায়ার্নও ওই
সমর্থকের পরিবারের প্রতি শোক জানায়।
এমন দিনে আসরে টানা দুই হারের পর
জয়ের স্বাদ পাওয়া বায়ার্ন যেন জীবন ফিরে পেল। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট
নিয়ে ১৭ নম্বরে আছে জার্মান জায়ান্টরা। তাদের দুই ধাপ নিচে অবস্থান
বেনফিকার, পয়েন্ট সমান ৬।