নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ‘ফিউচার লিডার স্কলারশিপ’ পরীক্ষা-২৪ সম্পন্ন হয়েছে।
গতকাল ৮ নভেম্বর শুক্রবার কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা
বিদ্যালয়ে এ পরীক্ষায় ৪০ টি স্কুলের দ্বিতীয় থেকে দশম শ্রেণির প্রায় ২৫০০
শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণ শুরু
হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ এ পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ফিচার লিডার
স্কলারশিপ কর্তৃপক্ষ। এতে উত্তীর্ণ ২শত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি (নগর
অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট) প্রদান করবে তারা। ২০১৬ সাল থেকে একটি স্বচ্ছ
ও গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতির মাধ্যমে এই বৃত্তি কার্যক্রম ধারাবাহিকভাবে
চলে আসছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ফিউচার লিডার
স্কলারশিপ এর চেয়ারম্যান ও হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা বাংলাদেশ এর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ, কুমিল্লা আইডিয়াল
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন এবং কুমিল্লা জেলা দলিল
লেখক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: মনজু।
‘ফিউচার লিডার
স্কলারশিপ-২০২৪’ পরীক্ষার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, ডা.
তৃপ্তিশ চন্দ্র ঘোষ, প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ইকরামুল হাসান
ইথার, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ইয়াছিন নুর।