বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
৩০ কার্তিক ১৪৩১
মানুষের মুক্তির সনদ বিএনপির ৩৮ দফা
জনসভায় মনিরুল হক চৌধুরী
প্রদীপ মজুমদার :
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ১:৩৮ এএম |

মানুষের মুক্তির সনদ  বিএনপির ৩৮ দফা
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন-এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩৮ দফা কর্মসূচির কথা বলতে হবে। আমি বৃটিশ, পাকিস্তান শাসক দেখেছি- রাজনীতির ৫৭ বছরে এমন কর্মসূচি দেখি নাই৷ মানুষের মুক্তির সনদ বিএনপির ৩৮ দফা কর্মসূচি।
শনিবার( ৯ নভেম্বর) বিকেলেকুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসা মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের জনসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, বাকই উত্তর ইউনিয়নে আমার প্রথম জনসভা। প্রথম হলেও এর আগে আমি এসেছি আপনাদের আমার ভালো লাগে আমার নির্বাচনী এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের কারণে এই এলাকার মানুষ শিক্ষা দীক্ষায় এগিয়ে আছে। তিনি বলেন কুমিল্লা নিয়ে আমি স্বপ্ন দেখি সেই স্বপ্নের কুমিল্লায় যদি নির্বিঘ্নে ঢুকা না যায় তাহলে দক্ষিণ কুমিল্লা নিয়ে নতুন কুমিল্লা গড়ে তোলার কথা বলেন। 
পদুয়ার বাজার ইউ লুপ ,একটা মরণ ফাঁদ, মানুষ খুব কষ্ট পাচ্ছে। তিনি আরও বলেন যখন নির্বাচন হবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। ডাকাতিয়া নদী আজ মাছ শূন্য, ইপিজেড ও শহরের বর্জ্যে ডাকাতিয়া নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। নদীর পানিতে নামলে পচন ধরে। এই অবস্থায় ঘরে বসে থাকল হবে না আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মীদের উদ্দেশ্যে বলেন কোন অন্যায় করা যাবে না - এই এলাকার সকল মানুষের কাছে মনিরুল হক চৌধুরীর নাম্বার আছে আপনারা কল দিয়ে আমাকে জানাবেন।
বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, ভূলইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম, পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্যাহ আমান, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসলাম মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল খালেক, বাকই উত্তর ইউনিয়ন যুবদল নেতা জামাল হোসেন, ইউনুস মিয়া, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান প্রমুখ। 
এছাড়া বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলের উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।














সর্বশেষ সংবাদ
তিতাসে কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় গণপিটুনি
সাবেক আইজিপি শহিদুল হকসহ ৩ জন ফের দুই দিনের রিমান্ডে
চাঁদাবাজির অভিযোগে হাতিসহ দুইজন আটক
ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু আহত
অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন-ডাঃ তাহের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাতিসহ দুইজন আটক
একা ঘরে অজ্ঞান করার চেষ্টা, অভিযোগ অভিনেত্রীর
তিতাসে কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় গণপিটুনি
সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে সে সিদ্ধান্ত সরকারের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২