কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যের পরিচিতি সভা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত উক্ত এডহক কমিটিতে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব আলহাজ্ব মোঃ জহিরুল হক ভূঁইয়াকে সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুদ্দিন মাহমুদ লিটনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।
স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে শনিবার কলেজ হলরুমে অনুষ্ঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সূধী সমাবেশে বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আবু বকর ছিদ্দিক, কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ইকবাল বাচ্চু, ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ি শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীর, লক্ষণপুর ফাযিল মাদ্রাসার অধ্যাপক সাইদুর রহমান, নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসার অধ্য হুজ্জাতুল ইসলাম, নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা ফোরম্যান, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ সাইফুদ্দিন মাহমুদ লিটন, নাথেরপেটুয়া ফাঁড়ী থানার ইনচার্জ সালাউদ্দিন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আবদুল্লাহ আল-মামুন চৌধুরী, কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করীম, যুক্তিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক নুর হোসেন, শরীর চর্চা শিক মোবারক হোসেন, জামায়াতে ইসলামীর আমির আব্দুল গোফরান ভূঁইয়া, বিএনপি নেতা মিজানুর রহমান দুলাল, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল কবীর নুরুন্নবী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জামায়াত নেতা মোশারফ হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম পরশ, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মাসুম প্রমুখ। এতে বিএনপি, জামায়াতে ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল। বক্তারা তাদের বক্তব্যে কলেজের সামগ্রিক মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও অরাজনৈতিক ক্যাম্পাস গঠনের গুরুত্বারোপ করেন এবং নতুন এডহক কমিটির কাছে এই কলেজটিকে সরকারীকরণ, কলেজে পরীক্ষার কেন্দ্র স্থাপন ও অনার্স বিভাগ চালু করার দাবী জানায়। এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য সাইফুদ্দিন মাহমুদ লিটন বলেন, বিগতদিনে যত অনিয়ম-দূর্নীতি করা হয়েছে, সেইসব অনিয়ম-দূর্নীতি দূর করে একটি পরিচ্ছন্ন শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষে কাজ করবো, ইনশাআল্লাহ। এডহক কমিটির সভাপতি মোঃ জহিরুল হক ভূঁইয়া বলেন, সকলের সহযোগিতায় নাথেরপেটুয়া কলেজকে একটি মডেল কলেজে রুপান্তর করবো। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সভাপতি মোঃ জহিরুল হক ভূঁইয়া ও বিদ্যোৎসাহী সদস্য সাইফুদ্দিন মাহমুদ লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন দল ও সগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা।