রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
মেসির গোলের পরও মায়ামির বিদায়
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১:০৩ এএম |




প্রথম দুই ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও আটকে যাওয়া। এই ম্যাচে তাই ইন্টার মায়ামির জয়টাই প্রত্যাশা ছিল ভক্তদের। জয়ের খুব কাছেও চলে গিয়েছিল মায়ামি। তবে সুখস্মৃতি উপহার দিতে পারলো না। প্রথম রাউন্ডেই এমএলএস কাপ জয়ের স্বপ্ন শেষ তাদের। মেজর লিগ সকারে ‘বেস্ট অব থ্রি’ প্লেঅফের তৃতীয় ম্যাচে আটলান্টার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে মায়ামি।
বাংলাদেশ সময় রোববার (১০ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে মায়ামির হয়ে একটি গোল করেছেন মেসি। অন্য গোলটি করেন মাতিয়াস রোহাস। এই দুজনের গোলের আনন্দ শেষ সময়ে মাটি করে দেন আটলান্টার বার্তোস স্লিশ। জয়সূচক গোলটি করেন তিনি। এর আগে আটলান্টার হয়ে দুটি গোলই করেন চিয়াহ।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১৭তম মিনিটে মায়ামিকে এগিয়ে নেন রোহাস। ডিয়োগো গোমেজের পাস থেকে বক্সের ভেতর শট নিয়েছিলেন মেসি। সেই শট আটলান্টা গোলরক্ষক ফিরিয়ে দিলে কাছেই থাকা রোহাস বল পাঠিয়ে দেন জালে।
গোল খাওয়ার পরই জেগে ওঠে আটলান্টা। টানা দুটি গোল করে তারা। ১৯ আর ২১তম মিনিটে পরপর গোল করে মায়ামিকে হতচকিত করে দেন চিয়াহ। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটলান্টা।
দ্বিতীয়ার্ধে মায়ামিকে সমতায় ফেরান মেসি। ৬৫তম মিনিটে হেড থেকে গোল করে ম্যাচে প্রাণ ফেরান আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু মায়ামির শেষ রক্ষা হয়নি। ৭৫তম মিনিটে দারুণ হেডে গোল করেই আটলান্টাকে এগিয়ে নেন স্লিশ। ওই গোল আর শোধ করতে পারেননি মায়ামি।
এই জয়ের পর আটলান্টা এখন খেলবে কনফারেন্স সেমিফাইনালে। প্রথম রাউন্ডে হেরে গেলেও আগামী বছর ক্লাব বিশ্বকাপে খেলবে মায়ামি।















সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২