কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আওতায় দুটি পুকুর পরিস্কার করলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিব।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা এগারোটায় পুকুর পরিস্কার কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান,বিডি ক্লিন তিতাস উপজেলা শাখার সভাপতি মো.বশির আহমেদ, কবি ও কলামিস্ট মো.আলী আশরাফ খান। তিতাস উপজেলা পরিষদের পুকুর পরিস্কার কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিডি ক্লিন সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি বশির আহমেদ বলেন,সারা দেশে তাদের সাইত্রিশ হাজার সদস্য রয়েছে। তিনি আরও বলেন জনবহুল এলাকায় ময়লা আবর্জনা থাকলে সে গুলো মানুষের চলাফেরার সুবিধার্থে আমরা পরিস্কার করে থাকি।
নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তিনি সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের কর্মকাণ্ডগুলো যাতে আরো প্রসারিত হয়ে সেই ব্যক্ত করেন।