দাউদকান্দি
উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে অতিরিক্ত মূল্যে আলুসহ নিত্যপণ্য বিক্রির
অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে নিত্যপণ্যের বিশেষ
টাস্কফোর্স টিম। মঙ্গলবার বেলা ১১ টায় এ অভিযান করা হয়। অভিযানে সম্প্রতি
নিত্যপণ্যের বাজার তদারকিতে গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ
এবং উপজেলা প্রশাসন অংশগ্রহণ করেন।
অভিযানে দাউদকান্দি উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট রেদওয়ান ইসলাম, ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম, কৃষি বিপণন
অধিদপ্তরের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমিটির
সদস্যরা আলু, চাল, পেঁয়াজ ও চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ
করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা
ভাউচার সংরক্ষণ করতে বলেন।
অভিযানে অতিিরক্ত মূল্যে আলু, চিনি ও চাল
বিক্রি করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৮টি নিত্যপণ্যের দোকানকে ৩১
হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক ও তদারকি করা হয় অর্ধশত
নিত্যপণ্যের দোকান। সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে
লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় দাউদকান্দি থানাধীন
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের সাব-ইন্সপেক্টর মো: হেলালের নেতৃত্বে পুলিশের
একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।