শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
১ অগ্রহায়ণ ১৪৩১
নতুন পরিচয়ে আশরাফুল
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১:৩০ এএম |







তাকে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার বলা হয়ে থাকে। ক্রিকেট ক্যারিয়ারে বর্ণিল অধ্যায়কে ধুসর করে ফেলে ‘ফিক্সিং কাণ্ড’। তবু মোহাম্মদ আশরাফুলের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। নিষেধাজ্ঞার পর মাঠে ফিরেছেন তবে সুবিধা করতে পারেননি। এবার নতুন পরিচয়ে বাইশ গজে যাত্রা শুরু হলো সাবেক এই ক্রিকেটারের। 
কোচিংয়ের ক্লাস শেষ করে তবে মাঠে নেমেছেন শেখাতে। সম্পন্ন করেছেন লেবেল থ্রি। পেশাদার কোচিংয় তার প্রথম অ্যাসাইনমেন্ট গ্লোবাল সুপার লিগ। দল রংপুর রাইডার্স। পদ সহকারী কোচ। 
বৃহস্পতিবার গ্লোবাল সুপার লিগের অনুশীলন শুরু করেছে রংপুর। এদিন মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুনিয়েছেন নিজের ভবিষ্যৎ স্বপ্নের কথা। 
‘‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’’
ওয়ানডে দিয়ে ২০০১ সালের এপ্রিলে শুরু হয় ক্রিকেটার আশরাফুলের যাত্রা। একই বছরের সেপ্টেম্বরে খেলেছেন টেস্ট। অভিষেক ম্যাচেই সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে হাঁকিয়েছেন সেঞ্চুরি। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০১৩ সালে। তারও ১০ বছর পর ২০২৩ সালে খেলেন শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট। 
কোচিংয়ের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচনার সঙ্গে প্রশংসাও করেছেন দেশি কোচ নিয়োগ নিয়ে, ‘‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’’
নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত ক্যারিবিয়ানে চলবে গ্লোবাল সুপার লিগ। গায়ানায় ২৮ নভেম্বর রংপুরের প্রথম প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। বাকি দুই ম্যাচ ১ ও ৫ ডিসেম্বর ভিক্টোরিয়া ও অ্যামাজনের বিপক্ষে। 
গ্লোবাল সুপার লিগ সহজ হবে না বলে মনে করেন আশরাফুল, ‘‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে প্লেয়ার অতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়।
‘‘তো এটা একটা সুযোগ আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরম্যান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’’




 












সর্বশেষ সংবাদ
সাড়ে ২১ হাজার আবেদনে ফল পরিবর্তন ৩৩১ জনের
হয়রানি করতে মামলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কুবিতে পিএইচডি ও এমফিল চালুর সিদ্ধান্ত
বরুড়ায় সম্পর্কের জেরে পালিয়ে যাচ্ছে কিশোর কিশোরীরা
চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে ৮ যাত্রী হত্যা সাবেক রেলমন্ত্রীর ভাতিজা তোফায়েল গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তিতাসে কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় গণপিটুনি
ডায়াবেটিসের রোগীদের হাতের এবং পায়ের যত্ন জরুরী........ডা. মজিবুর রহমান
চাঁদাবাজির অভিযোগে হাতিসহ দুইজন আটক
সাবেক আইজিপি শহিদুল হকসহ ৩ জন ফের দুই দিনের রিমান্ডে
অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন-ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২