নিজস্ব
প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি কতৃক আয়োজিত দুই দিন
ব্যাপী "আল-বাইক বিডি প্রেজেন্টস আইটি ফেস্ট -২০২৪" এর উদ্বোধন হয়েছে।
আয়োজনের প্রথমদিনে প্রোগ্রামিং কন্টেস্টে ১২ টি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
আজ শুক্রবার (১৫ নবেম্বর) অনুষ্ঠিত হচ্ছে
আইসিটি অলিম্পিয়াড ও ফেস্টের সমাপনী অনুষ্ঠান । গতকাল বৃহস্পতিবার (১৪
নভেম্বর) দুই দিন ব্যাপী এ বর্ণিল ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. হায়দার আলী।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো:
সোলাইমান,প্রক্টর ড. মো: আব্দুল হাকিম,কে. হোসেন গ্রুপের ব্যবস্থাপনা
পরিচালক ( এমডি) মো.কামাল হোসেন।
জানা যায়, দুইদিন ব্যাপী আয়োজিত
ফেস্টিভালে রয়েছে ১০ টির মতো ইভেন্ট। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত
প্রোগ্রামিং কন্টেস্টে ১২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন
।তারমধ্য রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়,বায়োস্ট,নোয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফেনীবিশ্ববিদ্যালয়,সিসিএন,সিলেট ইন্ট্যারন্যাশনাল
ইউনিভার্সিটি,ইসলামিক ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি এবং অন্যান্য। তাছাড়া
আরো অনুষ্ঠিত হয়েছে দাবা,টাইপিং প্রতিযোগিতা এবং আইটি ডিভেট।
আজ শুক্রবার (১৫ নবেম্বর) আইসিটি অলিম্পিয়াড ও ফেস্টের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রায় ১.৫ হাজারের মতো স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন ।
শুক্রবার সকাল ১০ টায় আইসিটি অলিম্পিয়াড।
১০.৪৫ থেকে প্রজেক্ট শো- কেস,দুপুর ২.৩০ থেকে রোবো সকার, বিকেল ৩ থেকে ই-ফুটবল এবং বিকেল ৪ টায় প্রাইজ গিভিং সিরিমনি।
সমপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য
প্রফেসর ড.মো: হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকছেন কুমিল্লা জেলা
প্রশাসক মোঃ আমিরুল কায়সার এবং কে. হোসেন গ্রুপ অফ ইন্ডাজট্রিজ এর
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: কামাল হোসেন।