শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
১ অগ্রহায়ণ ১৪৩১
হয়রানি করতে মামলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১:৪৮ এএম |

  হয়রানি করতে মামলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া  হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোকদের আসামি করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি, কারও বিরুদ্ধে হয়রানি করতে মামলা দায়ের করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার বিকেলে বরিশাল পুলিশ লাইনসে সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর আগে তিনি বরিশাল বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।
এ সময় বরিশাল থেকে একজন পুলিশের কর্মকর্তাকে তুলে নেওয়া এবং ২৪ ঘণ্টায় তাঁর খোঁজ না পাওয়ার বিষয় তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়, ২৪ ঘণ্টায় আসামিকে আদালতে হাজির করার বিধানটি কি রহিত করা হয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিধানটি আছে।’ এ সময় পাশে উপস্থিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, কাউকে আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরে করার বিধান আছে। তবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার আগে গন্তব্যে নেওয়ার সময়টুকু এই ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে কাউন্ট হবে না। ওই পুলিশ কর্মকর্তাকে এরই মধ্যে আদালতে তোলা হয়েছে।
বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের কোথাও নীরব চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ ব্যবস্থা না নেয়, তাহলে তা আইজিপির নজরে আনার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘এখন অনেক কেস হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বাহিনীর প্রধানদের বলছি, যারা এ ধরনের কেস করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার জন্য। যদি এ ধরনের কেস হয়, তাহলে বাদীকেও যেন অ্যাকশনের আওতায় নেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এ ধরনের একটি সার্কুলারও দিয়েছি, যাতে এ ধরনের মামলা না নেওয়া হয়।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম ভারতীয় সাংবাদিকদের সমালোচনা করে বলেন, চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকেরা মিথ্যাচার করছেন। বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের পুলিশ বাহিনীর মধ্যে যে যে আস্থার সংকট ছিল, তা কাটিয়ে উঠছেন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ বাহিনী আগের চেয়ে ইম্প্রুভ হচ্ছে, তবে পুরোপুরি হতে সময় লাগবে। আমি কিন্তু এসেছি তিন মাস হয়েছে। আমার কাছে এ রকম কোনো আলাদিনের চেরাগ নেই যে বলব হয়ে যাক, আর হয়ে যাবে। এ জন্য সময় লাগবে, সময় দিতে হবে।’ এ সময় মব জাস্টিসের বিরুদ্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আজ সড়কপথে দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে এসে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে পুলিশ লাইনসে গেলে সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সপ্তম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














সর্বশেষ সংবাদ
সাড়ে ২১ হাজার আবেদনে ফল পরিবর্তন ৩৩১ জনের
হয়রানি করতে মামলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কুবিতে পিএইচডি ও এমফিল চালুর সিদ্ধান্ত
বরুড়ায় সম্পর্কের জেরে পালিয়ে যাচ্ছে কিশোর কিশোরীরা
চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে ৮ যাত্রী হত্যা সাবেক রেলমন্ত্রীর ভাতিজা তোফায়েল গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তিতাসে কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় গণপিটুনি
ডায়াবেটিসের রোগীদের হাতের এবং পায়ের যত্ন জরুরী........ডা. মজিবুর রহমান
চাঁদাবাজির অভিযোগে হাতিসহ দুইজন আটক
সাবেক আইজিপি শহিদুল হকসহ ৩ জন ফের দুই দিনের রিমান্ডে
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২