বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১
আইপিএল নিলামে জায়গা পাওয়া কে এই ১৩ বছরের কিশোর
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ২:৫৯ পিএম |

আইপিএল নিলামে জায়গা পাওয়া কে এই ১৩ বছরের কিশোরমাস দুয়েক আগেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা পেশাদার ক্রিকেটে সবচেয়ে কমবয়সের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙ্গেছিলেন বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৩ হলেও বৈভবের নামটা তাই ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত। ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর। আর বয়সটা যেদিন ১৩ বছর ২৩৪– সেদিন বৈভব পেলেন আরেক সুখবর।
এই ১৩ বছরেই আইপিএলের নিলামের জন্য শর্টলিস্টে চলে এসেছে বৈভব সূর্যবংশীর নামটা। নিলামে জশ বাটলার, কুইন্টন ডি কক কিংবা মিচেল স্টার্কদের পাশাপাশি থাকবে বৈভবের নামটাও।
বৈভবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল।  এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০।  বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরম্যান্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা।
জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। এছাড়া খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে এসেছে ৪০০ রান।
অবশ্য আইপিএলে ১৩ বছরের বৈভব জায়গা পাবেন এমন ভাবাও কিছুটা কষ্টকর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে তাকে কাদের বিপক্ষে খেলতে হবে সেটাও নিশ্চিতভাবেই বিবেচনায় রাখবে দলগুলো। যে কারণে হয়ত চূড়ান্তভাবে কোথাও দেখা নাও যেতে পারে বৈভবকে। অবশ্য আইপিএল নিলাম বরাবরই অনিশ্চিয়তার খেলা।
আইপিএলের মেগা নিলাম এবার হবে জেদ্দায়। দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
সশস্ত্র বাহিনী দিবস আজ
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’ কুমিল্লা অঞ্চলের বাছাইপর্ব কাল
আগামী বছরের প্রথমে কুবিতে সমাবর্তন হবে : উপাচার্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
বিলাসবহুল গাড়িতে মাদক পাচার আটক, ১
এক ঘন্টা পরে ডিউটিতে এসে দুই ঘন্টা আগে চলে যান চিকিৎসকরা
চান্দিনায় তিন ছাত্রীর টিফিনবক্সে বিষ প্রয়োগ!
২৪ সেনার দেহাবশেষ সরিয়ে নিচ্ছে জাপান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২