নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ১৯ নভেম্বর দুপুরে বুড়িচং উপজেলার জংগলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামের ওই মাদক চোরাকারবারীকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল। আটক জসিম কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আবদুল জব্বারের পুত্র।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস এর আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি নামক স্থান হতে জসিম উদ্দিন নামের এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮,০০০ পিস এবং ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি জানান- আটককৃত মাদক চোরাকারবারীকে থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।