কিশোর
গ্যাং অপরাধ দমনে আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করা উচিৎ
বলে মনে করেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স
ম আজহারুল ইসলাম ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ) সকালে অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইউএনও স ম আজহারুল ইসলাম।
তিনি
লিখেছেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের মনস্তত্ত্ব অঞ্চলগত ভাবে
আলাদা। অপরাধ ও অপরাধীর মননও আলাদা। তাই কিশোর গ্যাং অপরাধ দমনে আইনের
মধ্যে থেকে সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করা উচিৎ।'
ইউএনও লিখেন,
'বাংলাদেশ তথা এই অঞ্চলে কৈশোর অবস্থা থেকেই নিষিদ্ধ কাজ বা অপরাধের প্রতি
ঝোক অনেক বেশিই। যার কারণেই কিশোর গ্যাং কালচারটা এতো এলার্মিং এ সময়ে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে তাই শিক্ষক তথা নিয়ন্ত্রকারী যে কর্তৃপক্ষ
রয়েছে প্রয়োজন বোধে আইনের মধ্য থেকে সর্বোচ্চ ক্ষমতা তাই প্রদর্শন করা
উচিত অপরাধ দমনে।'
তিনি লিখেন, 'পত্রিকার সংবাদ বিশ্লেষণ করলে গত ১০-১৫
বছরে কিশোরদের মাধ্যমে ভয়ঙ্কর সব অপরাধের সন্ধান পাবেন। আবরার ফাহাদকে
কিন্তু তার ক্লাসমেট হলমেটরাই নৃশংস ভাবে হত্যা করেছিল পিটিয়ে। যারা
মেরেছিল তারা সে পর্যন্ত একদিনে নিশ্চয়ই পৌঁছেনি। কিশোর বয়সে করা অপরাধকে
তাই সব সময় ইগ্নোর করার সুযোগ নেই। শাস্তি না হলে এক ধরণের আশকারা বা সুযোগ
থেকে যায় আবার ঘটানোর কিংবা অন্য কারও তা ঘটানোর।'
তিনি আরও লিখেন, 'এজন্য নিয়মের মধ্যে থেকে প্রতিটা প্রতিষ্ঠান প্রধানের নির্মোহ ও সততার সাথে শৃঙ্খলা রক্ষায় দৃঢ় হওয়া উচিত।'
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স,ম,আজাহারুল ইসলাম।