রোববার ২৪ নভেম্বর ২০২৪
১০ অগ্রহায়ণ ১৪৩১
তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মুরাদনগরে মানববন্ধন
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:৫১ এএম |


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে দায়ের করা তথাকতিথ মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বৈরাচারী সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরী করার দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন করেছে। 
শনিবার দুপুরে উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে কোম্পানীগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড ও হোমনা রোডসহ প্রায় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রিয় নেতাদের জন্য তাদের আয়োজিত মানববন্ধনটি প্রায় এক কিলোমিটার লম্বা মনবপ্রাচীরে পরিনত হয়েছে। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে দায়ের করা তথাকতিথ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় মানববন্ধনে অংশগ্রহনকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দুলাল দেবনাথ, অরুপ নারায়ন পোদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, অধ্যাপক নিতানন্দ রায়, গৌরাঙ্গ দেবনাথ, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রাঞ্জিত কুমার মজুমদার ও শংকর রায় প্রমুখ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে দায়ের করা তথাকতিথ মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামীলীগ সরকারের আমলে দ্বিতীয় বার অধিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে কোন প্রামান ও স্বাক্ষী পাওয়া যায়নি! এরপর আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদকে কারাদন্ড দিয়েছে।
বক্তারা আরো বলেন, ‘গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে সংগ্রাম করেছে মুরাদনগর উপজেলা বিএনপি-অঙ্গসংগঠন ও ছাত্র-জনতা। এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হাজার মাইল দূরে থেকেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মুরাদনগরের নেতৃত্ব দিয়েছেন তিনি।
 












সর্বশেষ সংবাদ
ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবী হিন্দু ধর্মাবলম্বীদের
শীতের বাহারি পিঠা বিক্রির ধুম কুমিল্লার অলি-গলিতে
কুমিল্লা সদর দলিল লেখক সমিতির অভিষেক ও পরিচিত সভা
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
কুমিল্লা অঞ্চলের সেরা ৫ জন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
কুমিল্লা সদর দলিল লেখক সমিতির অভিষেক ও পরিচিত সভা
‘মুগ্ধ এবং স্নিগ্ধ দু’জন একই ব্যক্তি নন’— জানালো রিউমার স্ক্যানার বাংলাদেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২