রোববার ২৪ নভেম্বর ২০২৪
১০ অগ্রহায়ণ ১৪৩১
নতুন নির্বাচন কমিশনকে বরণে প্রস্তুত ইসি সচিবালয়
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:৫৫ এএম |


  নতুন নির্বাচন কমিশনকে বরণে প্রস্তুত ইসি সচিবালয়


সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) রবিবার শপথ নেবেন। বেলা দেড়টায় সুপ্রিম কোর্টে নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর কমিশন আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে দায়িত্ব পালন শুরু করবেন। এদিকে নতুন ইসিকে বরণ করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
দেশের চতুর্দশ সিইসি হিসেবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেন। সেইসঙ্গে নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহকে নিয়োগ দেন। গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করা কাজী হাবিবুল আউয়াল কমিশনের স্থলাভিষিক্ত হচ্ছে নতুন এ কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য চার কমিশনারকে বরণ করে নিতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ইতোমধ্যে অফিসের সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন কমিশনের যোগদানের আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন ভবনে।
জানা গেছে, সিইসি ও নির্বাচন কমিশনারদের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন করে রঙ করা হয়েছে। সিইসি ও নির্বাচন কমিশনারদের ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়ি।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনের বাসা থেকে শপথ গ্রহণের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেখান থেকে নির্বাচন কমিশন সচিবালয় নিয়ে আসার জন্য ইসি সচিবালয়ের পাঁচ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দুই দিন ধরে কমিশনারদের অফিসকক্ষ প্রস্তুত করা হচ্ছে। এসে যেন তারা দায়িত্ব পালন করতে পারেন।
শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পর ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এরপর গত ২৯ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে অন্তর্র্বতী সরকার। ২১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করে সার্চ কমিটি। এরপর রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন।














সর্বশেষ সংবাদ
ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবী হিন্দু ধর্মাবলম্বীদের
শীতের বাহারি পিঠা বিক্রির ধুম কুমিল্লার অলি-গলিতে
কুমিল্লা সদর দলিল লেখক সমিতির অভিষেক ও পরিচিত সভা
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
কুমিল্লা অঞ্চলের সেরা ৫ জন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
‘মুগ্ধ এবং স্নিগ্ধ দু’জন একই ব্যক্তি নন’— জানালো রিউমার স্ক্যানার বাংলাদেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা
চাঁদাবাজদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশে দিন :হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২