শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪
১৫ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লায় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাচ্ছে প্রাণ
তানভীর দিপু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:৩০ এএম |

কুমিল্লায় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাচ্ছে প্রাণ

* রেল ও সড়ক বিভাগের ঠেলাঠেলিতে অরক্ষিত লেভেলক্রসিং
* লাকসাম-আখাউড়া রুটে ৩৮ টি লেভেলক্রসিং অবৈধ
* এক বছরে প্রাণ হারিয়েছেন ৬৩ জন

ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হলেও এখনো অরক্ষিত রয়ে গেছে লেভেলক্রসিংগুলো। লেভেলক্রসিংয়ে গেটম্যান এবং গেট না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়ক পথের যানবাহনের সাথে ট্রেনের সংঘর্ষে কিংবা ট্রেনে কাটা পড়ে বাড়ছে প্রাণহানি। সড়ক নির্মাণ কর্তৃপক্ষ এলজিইডি, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদের এবং রেল কর্তৃপক্ষের দায় ঠেলাঠেলিতে এসব লেভেল ক্রসিং অনিরাপদ থেকে যাচ্ছে দিনের পর দিন। 
লাকসাম রেলওয়ে থানার তথ্য মতে, চলতি বছর কুমিল্লার লাকসাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত রেলপথে দুর্ঘটনায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৫৭ টি। আর লাকসাম আখাউড়া ৭৬ কিলোমিটার রেলপথে অরক্ষিত অবৈধ লেবেল ক্রসিংয়ের সংখ্যা ৩৮ টি। যার মধ্যে ৩১ টি লেভেলক্রসিংয়ে রাস্তা নির্মাণের দায়িত্ব এলজিইডি কর্তৃপক্ষের। 
কুমিল্লা রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোঃ লিয়াকত আলী মজুমদার জানান, এলজিইডিসহ বিভিন্ন সড়ক নির্মাণ প্রতিষ্ঠান রেলওয়ের কাছ থেকে অনুমতি না নিয়েই রেল লাইনের উপর দিয়ে রাস্তা নির্মাণ করে। বিনা অনুমতিতে যেসব রাস্তা রেললাইনের উপর দিয়ে যায় সেগুলোর ক্রসিংকেই আমরা অবৈধ লেভেল ক্রসিং হিসেবে বলে থাকি। এসব লেভেল ক্রসিংয়ে গেটম্যান এবং গেট দেয়ার ব্যবস্থাপনা রেল কর্তৃপক্ষের থাকলেও - সড়ক নির্মাণ কর্তৃপক্ষকে সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কিছু শর্ত ও ব্যবস্থাপনা মেনে চলার বিধান রয়েছে। নিয়মাবলির মধ্যে তিন বছরের জন্য সড়ক কর্তৃপক্ষ গেটম্যানের বেতন ও গেটের খরচ বহন করাসহ কিছু নিয়ম রয়েছে। না হয় সেসব ক্রসিংগুলোকে নিরাপদ করা যাচ্ছে না। সড়ক বিভাগ আমাদের সহযোগিতা না করলে - আমরা শুধু সচেতনতামূলক সাইনবোর্ড টানিয়ে দিতে পারি। 
এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার বলেন, এলজিইডি'র প্রধান প্রকৌশলীর সাথে এ বিষয়ে বলে ব্যবস্থা নেয়া হবে। আমি কুমিল্লা জেলায় নতুন এসেছি - তাই পূর্ববর্তী সময়ে কেন লেভেল ক্রসিং গুলোতে গেট দেয়া হয়নি বিষয়টি খতিয়ে দেখছি। 
লেভেল ক্রসিং এ প্রতিনিয়ত দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সময় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের গুরুত্বপূর্ণ সভায় বিভিন্ন সিদ্ধান্ত হলেও সেগুলো কখনো বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, কোন লেভেল ক্রসিং অরক্ষিত থাকতে পারবে না। রেলপথ কিংবা সড়ক বিভাগ যে কেউ এসব লেবেল ক্রসিংগুলোতে গেট এবং গেটম্যান দিয়ে নিরাপদ করতে হবেই। আমরা কারো অবহেলার দায় প্রাণ দিয়ে দিতে পারি না। কুমিল্লার লেভেল ক্রসিং গুলোকে নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 
এদিকে গত মঙ্গলবার বুড়িচং উপজেলার কালিকাপুর অবৈধ লেভেল ক্রসিং এ সুবর্ণ এক্সপ্রেস এর ট্রেনের ঢাকায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বুড়িচং উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবির ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগেও যেসব লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে প্রশাসন আশ্বাস দিয়েও গেইট কিংবা গেইটম্যান কিছুই দেয়নি। এলাকাবাসী সেটি মেনে নিবে না। এভাবে লেভেল ক্রসিং এ মানুষ প্রাণ হারালে - প্রশাসনের প্রতি আরো ক্ষোভ জমে উঠবে। 
কালিকাপুর এলাকার স্থানীয় বাসিন্দা রবিউল জানান, কিছুদিন আগেও রাজাপুর রেলস্টেশনের পাশে লেভেল কোচিং এর ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করে। সে সময়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ১৫ দিনের মধ্যে রাস্তায় গেট এবং গেটম্যান দেয়া হবে। কিন্তু এখনো সেটির বাস্তবায়ন হয়নি। এইসব লেভেল ক্রসিংয়ে গেটম্যান এবং গেট না থাকায় দিনের পর দিন ট্রেন দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। 
রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোঃ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনারোধে লেভেল কোচিং গুলোতে নিরাপদ করতে আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। 
উল্লেখ্য, ঢাকা চট্টগ্রাম রেলপথটি দুই লাইনে উন্নীত হওয়ায় এ পথে রেলের গতি বেড়েছে দ্বিগুণ। এছাড়া আর আগের তুলনায় ট্রেন চলাচলেও বেড়েছে অনেক। যে কারণে কে অতিক্রম করে যেসব রাস্তা গিয়েছে, সেসব রাস্তায় লেভেল কোচিং গুলোতে বিভিন্ন সময় যানবাহন আটকে গিয়ে ট্রেনের সাথে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে। এক একটি দুর্ঘটনায় নিঃস্ব হয়ে যাচ্ছে প্রতিটি পরিবার।















সর্বশেষ সংবাদ
কাশীনগর ডিগ্রী কলেজে শহীদের স্মরণে আলোচনা সভা
দেবিদ্বারে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা
চাঁদপুরে ৪০ মণ জাটকা জব্দ
কৃষিজমি সুরক্ষা আইনের খসড়া তৈরির কাজ চলছে: রিজওয়ানা
বিশৃঙ্খলার পেছনে ‘ইন্ধনদাতারা’: সেনাবাহিনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
ইশরাকের পোস্ট শেয়ার করে উপদেষ্টা নাহিদের মন্তব্য
কুমিল্লায় লিজের ৬৫ লক্ষ নিয়ে পলাতক আ.লীগের ইউপি চেয়ারম্যান
এবার ঢাকায় গাড়িচাপা দিয়ে হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ
কুমিল্লার ডাঃ হেদায়েত উল্ল্যাহ: শ্রদ্ধেয় চিকিৎসক জনদরদী সমাজসেবক, এবং নিবেদিতপ্রাণ নেতা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২