গতকাল
২৭ নভেম্বর কুমিল্লা সরকারি কলেজে "বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের
স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান " এর আয়োজন করা হয়। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নূরুল বাশার বিভাগীয় প্রধান
জীব বিজ্ঞান এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব আনোয়ারুল হক সহযোগী অধ্যাপক,
হিসাব বিজ্ঞান। সভাপতি জনাব এ এইচ এম সফি উল্লাহ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয়
প্রধান রাস্ট্র বিজ্ঞান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব সেলিম সিকদার সহকারী
অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি। কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত
শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী সহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী
আন্দোলনে ঘটনা প্রবাহ নিয়ে ২০ নম্বরের একটি কুইজ প্রতিযোগিতা হয়। এতে প্রথম
তিনজনকে পুরস্কার দেয়া হয়। আইসিটি প্রভাষক জনাব আবদুর রাজ্জাক জনি ত্রিশ
মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করে সভার শুরুতে প্রজেক্টেরের মাধ্যমে
প্রদর্শন করেন।
অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনে
নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। যে সকল
শিক্ষার্থী, জনতা এখনো অসুস্থ তাদের সুস্হতা কামনা করেন এবং সরকারকে
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সুচিকিৎসার অনুরোধ করেন।
তিনি আরও বলেন,
সমাজে যাতে আর কোন ভাবেই বৈষম্য তৈরি হতে না পারে সেজন্য শিক্ষার্থীদের
উন্নত নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের আলোকে কুমিল্লা সরকারি কলেজ থিয়েটার এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।