নিজস্ব
প্রতিবেদক: ইসকনকে নিষিদ্ধ করা ও চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম
আলিফের হত্যার বিচারের দাবিতে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের
উদ্যোগেবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার
বেলা আড়াইটায় কুমিল্লা টাউন হল ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পূবালী
চত্ত্বওে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামছুল
ইসলাম জিলানী। বক্তব্য রাখেন হেফাজতের মহানগর সেক্রেটারি মাওলানা মনিরুল
ইসলাম কাসেমী, মুফতি ইয়াকুব ওসমানী, মাওলানা জামিল আশরাফী, মুফতী নাইমুল
ইসলাম, মুফতী মোজাম্মেল, মাও সোলাইমান, মাও আব্দুল কাদের জামাল, মাও খলীলুর
রহমান কাসেমী প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে
রাজগঞ্জ, মোগলটুলি, কেন্দ্রীয় ঈদগাহে সড়ক প্রদক্ষিণ পাশ দিয়ে কান্দিরপাড়ের
পূবালী চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ
করা, শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম শুরু
করা এবং দৈনিক প্রথমআলো ও দি ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধ করার দাবী জানান।
প্রতিবাদ
সভায় বক্তারা জোরালো দাবি উত্থাপন করে বলেন, যারা দেশবিরোধী কর্মকাণ্ডে
সক্রিয়, তাদের বিরুদ্ধে যথপোযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার
নজির দেখাতে হবে সরকারকে। হেফাজতে ইসলাম দেশের শান্তি এবং নিরাপত্তার
স্বার্থে সংযত আছে, তবে এদেশের মুসলমানদের ধৈর্যেরও একটা সীমা রয়েছে তা
সরকারকে মনে রাখতে হবে। তারা অনতিবিলম্বে দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে
তাদের দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানান। দোয়ার মাধ্যমে কর্মসূচি
সমাপ্তি ঘোষনা করা হয়।