শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪
১৫ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লা স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১:০৬ এএম |

কুমিল্লা স্টেডিয়ামে শহীদ জিয়া  ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজনিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার ২৯ নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগ শহীদ জিয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমিল্লা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। 
হাজী আমিনুর রশিদ ইয়াসিন জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর খেলবে সবুজ দল হিসেবে। এছাড়া লাল দলে অন্তর্ভুক্ত থাকবে কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। দলগুলোতে জাতীয় দলের এবং স্থানীয় খেলোয়াড়রা খেলতে পারবেন। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লার মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার। 
বিএনপি নেতৃবৃন্দ জানান, তরুণদের নবজাগরণ কে আরো বেশি উচ্ছসিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সারাদেশেই এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। একটি প্রাণোচ্ছল টুর্নামেন্টে ক্রিকেট খেলোয়াড় অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লাবাসি একটি সুশৃঙ্খল টানটান প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করবে বলে প্রত্যাশা করেন আয়োজক বৃন্দ।














সর্বশেষ সংবাদ
কুমিল্লা স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ
হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের বিক্ষোভ
ট্রেনের ধাক্কায় নিহত ৭ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে বিতরণ
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই বিপ্লব-২০২৪ স্মরণসভা
প্রবাসীদের ভোটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে -
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইশরাকের পোস্ট শেয়ার করে উপদেষ্টা নাহিদের মন্তব্য
বদলি হলেন ডিএমপির ৬ এডিসি-এসি
৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন নেটফ্লিক্স অভিনেত্রী
১১৭ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত সিউলে, নিহত ৪
অস্ট্রেলিয়া দলে প্রথমবার ডাক পেলেন ওয়েবস্টার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২