শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে কুমিল্লায় স্মরণসভা
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৫০ এএম আপডেট: ৩০.১১.২০২৪ ১:৪৪ এএম |


 জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের  স্মরণে কুমিল্লায় স্মরণসভা




২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনেশিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সদর উপজেলার আন্দোলনে আহত ১৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সিভিল সার্জন নাছিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। রাজনৈতিক ব্যাক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চট্টগ্রাম বিভগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা পিপি কাইমুল হক রিংকু, জামাত নেতা মো শাহজাহান, ৮০'র দশকের ছাত্র নেতা শাহ মো সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব মোঃ রুবেল হোসাইনকুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, আন্দোলনে আহত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ফয়জুল ইসলাম, ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী নূর হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। 
সবাই জুলাই আগস্ট এর আন্দোলনে শহীদদের আপনার মাত্রা কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 
স্মরণ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সমন্বয়ক ও আহত শিক্ষার্থীরা, আন্দোলনের সময়কার পরিস্থিতি ও বর্তমানে আহতদের শারীরিক ও সামাজিক পরিস্থিতির বিবরণ তুলে ধরেন। 
আলোচনা সভায় বক্তারা, আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি নিজস্ব উদ্যোগে ফান্ড গঠন করার তাগিদ দেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ জায়গা থেকে আহতদের সহযোগিতা করার আশ্বাস দেন।














সর্বশেষ সংবাদ
২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলন
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে আরেক মামলা
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মামলা
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
কুমিল্লা আসছেন সিইসি
এক দফা দাবি আদায়ে কুমিল্লা মেডিকেলে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের আসামি বিপ্লব আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২