কুমিল্লার
বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের ছাত্রছাত্রীদের নিরপাদ
যাতায়তের জন্য বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
রবিবার (১ ডিসেম্বর) কলেজ
মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো.
আবু ইউছুফ ভূঞা। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
ট্রেজারার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
প্রভাষক
মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনীঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের
প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো আবদুর রহমান রব চেয়ারম্যান, বিআরটিসি ডেপুটি
জেনারেল ম্যানেজার শুকদেব ঢালি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে
তিলাওয়াত করেন মো. ছাইদুল ইসলাম। বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের
বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী নঈমুল ইসলাম।
অনুষ্ঠান শেষে
ছাত্র-ছাত্রীদের জন্য বিআরটিসির ২টি বাস সার্ভিস উদ্বোধন করেন বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহ।