নিজস্ব
প্রতিবেদক: পিকআপ এর পাটাতনের নিচে আরেক পাটাতন। দেখে বুঝার কোন উপায় নেই
ওই পিকাপে বহন করা হচ্ছে কোন কিছু। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এমন
অভিনব পদ্ধতি নিয়েও লাভ হয় নি মাদক ব্যবসায়িদের। অভিনব কৌশলে পিকআপে করে
মাদক পরিবহনের সময় ৪২ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী র্যাব-১১
সিপিসি-২।
র্যাব-১১, সিপিসি-২ কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল
হাসান প্রেস বিজ্ঞাপ্তিতে জানান, গতকাল রবিবার মধ্যরাতে রাতে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার
আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কৌশলে পিকআপ
ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহণের সময়
আসামী আলী করিম রিয়াদ (৩৩) এবং মোঃ জাকির হোসেন রানা (৩৭) নামক ২ জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের পিকআপ থেকে ৪২ কেজি
গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত পিকআপটি আটক করা হয়।
র্যাব জানায়,
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আলী করিম রিয়াদ (৩৩)
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের জসিম উদ্দিন এর ছেলে
এবং মোঃ জাকির হোসেন রানা (৩৭) একই থানার ছাঁন্দকরা গ্রামের মৃত দেলোয়ার
হোসেন এর ছেলে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা
হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক
ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল
অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।