কুমিল্লার লাকসামে দাফনের চার মাস পর এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের আদেশে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভার সাতবাড়িয়া এলাকায় তার পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়। নিহত রুবেল মিয়া (৪০) ওই গ্রামের মৃত মমিন আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট পাওনা টাকা আদায়ের জন্য রুবেল উত্তরকুল পশ্চিম পাড়া গেলে ওই গ্রামের আব্দুর রহিম (৬০), নজরুল ইসলাম (৩৫), ফারুকসহ ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধরে তাকে বেধড়ক মারধর করে। এতে রুবেলের মৃত্যু হয়। গণবিপ্লবের ওই সময়ে মামলা কিংবা ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
গত ১ নভেম্বর নিহত রুবেলের স্ত্রী বাদী হয়ে লাকসাম থানার একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আদালতের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত ও লাকসাম থানার ওসি নাজনীন সুলতানার উপস্থিতিতে কবর থেকে রুবেল মিয়ার লাশ উত্তোলন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নিমিত্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।