ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান পরিচালনা করে পলিথিন বিক্রির দায়ে
দুই মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ( ৭ ডিসেম্বর )
বিকেলে উপজেলার সদর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা
হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে,
উপজেলার সদর বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পলিথিনের বিরুদ্ধে এ
অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে
নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা
করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন,
পরিবেশ দূষণকারী পলিথিন বিক্রয় করায় ২ মুদি ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ
সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরিবেশ
দূষণরোধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।