মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
১ মাঘ ১৪৩১
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায়৮ ডিসেম্বরকুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২:৫৪ এএম |




আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। আজকের এই দিনে কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ আক্রমণে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী জনতা কুমিল্লাকে মুক্ত করে। যথাযোগ্য মর্যাদায় এই দিবসকে স্মরণ রেখে প্রতি বৎসরের ন্যায় ইস্টার্ন মেডিকেল কলেজ ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল থেকে  দিবসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে। 
ভোর ৬টায় কলেজ পতাকা মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ১০:৩০ মিনিটে ১৯৭১ এর যুদ্ধকালীন কোতয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনসহ অন্যান্য বীর যোদ্ধাবৃন্দ এবং ইস্টার্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম, বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাঃ কামরুন নাহার, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস সহ প্রতিষ্ঠানের উদ্যেক্তা ও সম্মানিত পরিচালকবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি শিক্ষার্থী সমেত মুক্ত দিবসের বর্ণাঢ্য র‌্যালি কাবিলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে স্থাপিত ‘‘শানিত’৭১” নামে বিজয়মঞ্চে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
সকাল ১১:০০ টায় কলেজ সম্মেলন কক্ষে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর সভাপতিত্বে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কুমিল্লা ও স্থানীয় বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দকে নবপ্রজন্মের পক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজ ২০ তম ব্যাচের দেশি-বিদেশি শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। 
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন বীরগাঁথা ও স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন ১৯৭১ এর যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা সংসদ- কুমিল্লা জেলা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরে আলম, মর্মস্পর্শী যুদ্ধকালীন স্মৃতিকথা তুলে ধরে বক্তব্য রাখেন মহান ৭১ এর রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা বীর যোদ্ধা রফিকুল ইসলাম। ইস্টার্ন মেডিকেল কলেজ পরিচালক পর্ষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম, কলেজ পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান ডাঃ কামরুন নাহার, নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশি ছাত্র ফারহান হাসিন বিদেশি ছাত্রী আয়াত লতিফ প্রমুখ। 
৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস স্মরণে কাবিলা ক্যাম্পাস সেজেছে লাল-সবুজের বর্ণাঢ্য সাজে। আলোকসজ্জা সহ বাদ যোহর ক্যাম্পাস মসজিদে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা যারা ইহলোক ত্যাগ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়। 
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস ৮ ডিসেম্বরের এই আয়োজন সফল করায় বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  



















সর্বশেষ সংবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
শীতে ব্রাহ্মণপাড়ায় বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
নিরাপত্তাহীনতায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
কুমিল্লায় সিঙ্গার শো-রুমে বেকো পণ্যের উদ্বোধন
টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২