সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
৯ পৌষ ১৪৩১
ভোরের আলো সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুনিজন সম্মাননা অনুষ্ঠান
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১:৩৭ এএম |




২০ ডিসেম্বর শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইল ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে দেশের প্রায় শতাধিক কবি সাহিত্যিক ও গুণিজনকে সম্মাননা দেওয়া হয়। অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এর সহ সভাপতি ও ভোরের আলো সাহিত্য পরিষদ এর শফিকুল ইসলাম প্রধান আলোচক দেশ বরেণ্য কবি, বহু ভাষবিদ সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী, বিশেষ অতিথি কবি, সুরকার ও বাচীক শিল্পী জহিরুল হক বিদ্যুৎ, কবি ও গীতিকার এবি এম শাহাব উদ্দিন, অধ্যাপক খন্দকার মিজানুর, বাংলাদেশ বিমানের প্রকৌশলী, গ্রুপের উপদেষ্টা শাহজাহান চৌধুরী, কাঞ্চি চৌধুরী, রাফিজা আহমেদ, সাধারণ সম্পাদক রহিমা আক্তার সহ সভাপতি মাসুমা আক্তার, লুবনা জেরিন সিমা, কিশোয়ার জাহান, শামিনুর রহমান, রোকেয়া মোস্তাক, শাহীনা আফরোজ, কবি মাহমুদা বেগম সিমু, সাবেক ব্যাংকার আবদুল মান্নান মৃধা, সাবিনা লুসি, সাবেক নৌবাহিনীর কর্মকর্তা জুলফিকার হায়দর, সাবেক সরকারি কর্মকর্তা সম্রাট শাহ, ওমর ফারুক, সংগীত শিল্পী এফ এ আকাশ, তৃষ্ণা মার্টিনা, ববি সরকার টেলি যোগাযোগ অধিদপ্তর কর্মকর্তা আবদুল হান্নান ভুঁইয়া, চট্টগ্রাম মহিলা কলেজে সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন, তানজিয়া আলম, কবি ঝর্ণা আক্তার লুবনা, কবি কানিজ আহম্মেদ, মানবতার দেয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠিতা ও সভাপতি মোঃ আবুল বাশার প্রমুখ আলোচনা করেন। কবি সম্মাননা গ্রহণ করেন,
ভোরের আলো সাহিত্য পরিষদ এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গ্রুপ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রায় শতাধিক গুনিজনকে সম্মাননা প্রদান করেন, সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন, কবি মাহমুদুল হাসান নিজামী, এবি এম সাহাব উদ্দিন, কবি জহিরুল হক বিদ্যুৎ, কবি মজিবুর রহমান বকুল, কবি মোসলে উদ্দিন, কনক লতা মন্ডল, কাজী সাব্বির, এম এ আলীম, মোঃ ইউসুফ আলী, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইউনুছ আলী, দীপিকা হালদার, গোলাম ফেরদৌস মনির, রেনু হালদার, মোঃ ইউনুছ আলী, মাহবুবুল আলম বুলবুল, শফিকুল ইসলাম দরদী, কবি জাহিদ হোসেন, রেনু হালদার, ইলা রাণী বিশ্বাস, মোঃ মাসুদুর রহমান মাসুদ, হারুন রশীদ আকন, আব্দুল কুদ্দুস মাসুম, মিজান পঞ্চায়েত, এস এম শেরআলী শেরবাগ, মোছা: হালিমা বেগস, মোঃ আবু ছায়েদ, মুক্তি পাল, মাহমুদা বেগম সিমু, শামিমা ইসলাম বর্ষা, মোহাম্মদ নাঈম কাকন, ফেরদৌসী শিল্পী, সিকদার মোঃ ইয়াকুব আলী, কৃষ্ণকলি মুনা, কোরবান আলী সাগর, শেফালী হোসেন, মামুন কাদের আন্সারি, শাহনাজ পারভীন, আরজু মুন জারিন, অসীম ভট্টাচার্য, হিয়া আমিন, আফসানা আহমেদ পপি, সরদার ফাতেমা, মোঃ মনির সরদার, কাজী শামিমা রুবী, কাজী নাছিমা সাথী, সানজিদা বিনা, ফারজানা লায়লা সেতু, মোঃ বাবু, আঁখি হক, কাশফিয়া ইসলাম, সুফিয়া ইসলাম, মাহমুদা আক্তার, ফারহানা আফরোজ, মাসুদা রহমান, রেহানা আলী রাত, শাহানাজ শানু, আবদুল্লাহ আল মামুন, আবদুর রাকিব পলাশ, কাজী রোকসানা, জনি আহমেদ, মাকছেদুর রহমান পাপ্পু, লিকা পারভীন, শারমিন আক্তার রুমন, আশরাফুল আলম দিনার, মঈন হোসাইন, মিতালী ঘোষ, তাসনিম তাবাসসুম, রুমি রহমান, আরয়ান ফাহিম, নাজিয়া হাসান, মোঃ আবদুল মালেক, শিলা চৌধুরী, কল্পনা দাস, জাকির হোসাইন জুয়েল, শুকলা সাহা, সাবেরা সুলতানা, মাসুমা খাতুন, বুলবুল আহমেদ, শহিদুল ইসলাম গাজী, নাঈম খান, রূপা চৌধুরী, আশিক আলম, নাঈম উদ্দিন সাকিব, মার্টিন গোমেজ, কবি মুজিবর রহমান বকুল, কবি সাফিকা জহুরা জেসি, মরিয়ম রহমান, শামসুন নাহার রুবী, রেনু হালদার, মোরশেদা বেগম, রিতা মেরিয়ান রোজারিও, আবু বাকের প্রমুখ।















সর্বশেষ সংবাদ
মুক্তিযোদ্ধার গলায় জুতার মামলা
‘নির্বাচনে কারা আসবে সিদ্ধান্ত নেবে ইসি’
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চ
লাকসামে মাটিখেকোদের থাবা এবার খালপাড়ে, ৪টি অবৈধ ট্রাক্টর জব্দ
কুমিল্লায় দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রাম সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৪
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
মুক্তিযোদ্ধার গলায় জুতার মামলা
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২