টঙ্গীতে
তাবলীগ জামাতের কর্মীদের হত্যার বিচার ও বাংলাদেশে সাদ পন্থীদের কার্যক্রম
নিষিদ্ধের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
সমাবেশ ও মিছিল করেছে মাওলানা জোবায়েরপন্থী আলেম ওলামাগণ।
রোববার (২২
ডিসেম্বের) সকাল ১০টার থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা-সিলেট আঞ্চলিক
মহাসড়কের নিউ মার্কেটের স্বাধীনতা চত্ত্বরে অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় তারা রাস্তায় নেমে অবরোধ ও বিক্ষোভ করায় দুই পাশের যানবাহন চলাচল বন্ধ
হয়ে যায়। সমাবেশে ৬দফা দাবি উল্লেখ করে বক্তারা বলেন, সাদপন্থীরা কোনো
তাবলীগ জামাত নয়, এরা সন্ত্রাসী সংগঠন। এরা বাংলাদেশের কোনো মসজিদে তাদের
কার্যক্রম চালাতে পারবে না। এরা আওয়ামী লীগের দালাল, এরা ইসরায়েল ও ভারতের
দালাল। এরা তাবলীগ জামাতের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান সরকারকে
বাংলাদেশে এদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
বক্তারা আরও
বলেন,ভারতীয় ও ইসরায়েলের দালাল সাদপন্থীরা ২০১৮ সালের ১ ডিসেম্বর ন্যায়
আবারও একই কায়দায় গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে টঙ্গীর ইজতেমা ময়দানে আমলরত
অবস্থায় ছোট ছোট হাফেজ, আলেম ও তাবলীগের কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে
৪জনকে খুন করে এবং অনেকেই এ হামলায় গুরুতর আহত করে। তারা বর্তমানে
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সমন্বয়ক ও
সর্বোচ্চ মহল এই সাদীয়ানী গ্রুপকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন।
তাই এই সাদপন্থী সন্ত্রাসী গ্রুপকে মসজিদে দ্বীন ও তাবলীগের নামে তাদের সকল
কার্যক্রমকে নিষিদ্ধ ও হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে
দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান সরকারের নিকট।
প্রতিবাদ ও বিক্ষোভ
সমাবেশে আরও বক্তব্য রাখেন, তাবলীগ জামায়াতের উপজেলা আমীর মাও. গিয়াস
উদ্দিন, তাবলীগের দায়িত্বশীল মাও.মিজানুর রহমান, হেফাজত ইসলামের উপজেলা
সভাপতি মাও. আবদুল হালিম, সেক্রেটারী মাও. ইয়াহিয়া রাশেদ, হেফাজত ইসলামের
নেতা মাও. আবু তাহের, মাও. ইমরান, মাও. মিজানুর রহমান, মুফতী আওলাদ হোসেন
মুরাদী, মাও.আশরাফুল আলম ওবায়দী, মুফতী সাইদুল ইসলাম সাঈদ, মাও. সালেহ
আহমেদ মুনীরী, মাও.আবুল কালাম আজাদ, মাও. মাহবুবুর রহমান, মাও.
সালমানপ্রমুখ।