শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১
ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:২১ এএম |

 ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি  কুমিল্লার লালমাইয়ে আইনশৃংঙ্খলার চরম অবনতি হয়েছে। গত চার মাসে এই উপজেলায় কমপক্ষে ৮ টি ডাকাতি-ছিনতাইসহ অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসবের নব্বই ভাগই হয়েছে প্রবাসীদের বাড়িতে। চোর ডাকাতদের টার্গেট এখন ‘প্রবাসী পরিবার’। এতে প্রবাসী ও তাদের পরিবারে আতংক বিরাজ করছে। 
ভুক্তভোগী পরিবার, প্রবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুরের সীমান্তবর্তী আলোকদিয়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে ইতালি প্রবাসী আজিজুল হক খোকন ও ফ্রান্স প্রবাসী জহিরুল হক রিপনের বাড়িতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১.৪০ ঘটিকায় পুলিশ পরিচয়ে দুধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসীর ভগ্নিপতি কে বেঁধে ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারিতে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণলংকার ও ১টি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে যায়। 
গত ৭ ডিসেম্বর রাত ৩ ঘটিকায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের দুই ছেলে সৌদি প্রবাসী মিনহাজ উদ্দিন সবুজ ও সালমান জাহান সজিবের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসীদের ঘরের আলমারি ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং প্রবাসীদের পিতা হাবিবুর রহমান (৬০) কে কুপিয়ে জখম করে। ঘটনার পর থেকে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। 
গত ২৪ সেপ্টেম্বর রাত ৩ ঘটিকায় পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের আমিনুল হক মজুমদার মেম্বারের প্রবাসী ছেলে শাহজালালের ঘরে দুধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা প্রবাসীর পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ডাকাতির একমাস পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর পিতা মৃত্যুবরণ করেন। 
একই রাতে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের সৌদি প্রবাসী কবির হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। 
গত ১৫ সেপ্টেম্বর রাত ১.৩০ ঘটিকায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের বেসরকারি চাকরিজীবি কমল সিংহের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।  
এছাড়াও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাঁচিকাটা ও কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের কলমিয়ায় তিনটি ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এদের দুটিতেই প্রবাস ফেরতরা ভুক্তভোগী। তবে এই দুই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 
আলোকদিয়ার ডাকাতির ঘটনায় প্রবাসীদের ভগ্নিপতি, কুমিল্লার রেইসকোর্স এলাকার বাসিন্দা আবদুল্লা আল মাকসুদ মজুমদার রাসেল বলেন, আমার বৃদ্ধা শ্বাশুড়ী বাড়িতে একা থাকে। সে কারনে আমি পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে থাকি। সোমবার দিবাগত রাত অনুমান ১.১৫টায় কিছু লোক বাহিরে থেকে দরজা ধাক্কা দিতে থাকে। কে ? প্রশ্ন করলে বাহিরে থেকে বলে আমরা পুলিশ। ঘরে আসামী আছে। দরজা খুলুন। আমরা তখন বলি কোন আসামী ঘরে নেই। আপনারা দিনে আসুন। কিছুক্ষণ পর তারা পাকা ভবনটির কলাপসিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। 
তিনি আরো বলেন, ৪/৫জন ডাকাত ঘরে প্রবেশ করে। সকলের মুখে কালো মুখোশ ছিল। শুধু চোখ দেখা গেছে। তাদের হাতে ছেনি, রড, ছুরি ও জয়েন্ট পাইপি ছিল। ঘরে প্রবেশ করেই আমার বাম হাতে ছুরিকাঘাত করে এবং পুরনো কাপড় দিয়ে আমাকে বেঁধে সামনের রুমে ফেলে রাখে। তারা ভিতরের রুমে গিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি স্টিলের আলমারি ও দুইটি কাঠের আলমারি ভাঙ্গে এবং আলমারির ভিতরে থাকা ১২ভরি স্বর্ণ, নগদ ১লক্ষ ২০ হাজার টাকা ও আমার শ্বাশুড়ীর একটি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে যায়। 
সৌদি প্রবাসী মো: কামাল হোসেন বলেন, আমরা প্রবাসীরা বিদেশে কষ্ট করে অর্থ আয় করে দেশে পাঠাই। পরিবারের জন্য স্বর্ণালংকার পাঠাই। দেশের রেমিটেন্স বাড়াই। অথচ আমাদের পরিবারের নিরাপত্তা নেই। প্রায় প্রতিদিনই কোন না কোন প্রবাসীর বাড়িতে চুরি ডাকাতির খবর পাচ্ছি। অতিদ্রত চুরি ডাকাতি বন্ধে রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 
লালমাই থানার সেকেন্ড অফিসার আশরাফুল ইসলাম বলেন, গত ৪ মাসে থানায় একটি ডাকাতির চেষ্টা ও দুইটি ডাকাতির মামলা হয়েছে। জগতপুরের প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় এই পর্যন্ত ৮জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সড়কে ডাকাতির চেষ্টাকালে পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে। দত্তপুরের প্রবাসীর বাড়ির ডাকাতির ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। আর আলোকদিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় এখনো মামলা রুজু হয়নি। তবে আমরা ওই অঞ্চলে পুলিশের টহল ব্যবস্থা জোরদার করছি। 
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, চুরি-ডাকাতি আগের চেয়ে কিছুটা বেড়েছে, এটা সত্য। ডাকাতরা প্রবাসী ও বিত্তশালীদের টার্গেট করেই চুরি ডাকাতি করছে। আমরাও রাতে টহল বাড়িয়েছি। যেখানেই চুরি ডাকাতির খবর পাচ্ছি সেখানেই পুলিশ পৌঁছে যাচ্ছে।













সর্বশেষ সংবাদ
২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলন
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে আরেক মামলা
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মামলা
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে আরেক মামলা
কুমিল্লা আসছেন সিইসি
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
এক দফা দাবি আদায়ে কুমিল্লা মেডিকেলে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
চান্দিনায় ড্রেজারে মাটি উত্তোলনের কারণে ঝুঁকিতে কৃষি জমি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২