শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন ও কর্ম বিরতী
ইসমাইল নয়ন
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১:১৫ এএম |


ক্যাডার বৈষম্য নিরসনসহ নানা দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কর্মবিরতী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ছাড়া বাকি ২৫ টি ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে কর্মকর্তারা জানান, সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসের সকল ক্যাডারের কর্মকর্তাকে উপসচিব ও তদূর্ধ্ব পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে এ সকল পদে নিজেদের জন্য কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার। পরে ২০১৮ এর নির্বাচনের পর সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ রহিত করা হয়। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর ২০ ফেব্রুয়ারি এ সকল পদ নিজেদের তফসিলে বসিয়ে নিয়েছে প্রশাসন ক্যাডার। এমন কর্মকাণ্ড বাংলাদেশি সিভিল সার্ভিসকে ভঙ্গুর করার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 
তারা জানান, উপসচিব কোন বিশেষ ক্যাডারের পদ নয়। এটি সরকারি পদ যা অন্য সকল ক্যাডার ও এ দেশের যোগ্য নাগরিকদের জন্য উন্মুক্ত। এটি একটি নির্দিষ্ট জায়গায় আটকে দেওয়া বৈষম্যের বড় পরিচয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে কোনরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন ও কর্মবিরতী পালন করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তোফায়েল আহমেদ ভূঁইয়া, ডাঃ শঙখজিৎ সমাজপতি, ডাঃ উম্মে সালমা মৌ, ডাঃ আসিফ মোহাম্মদ তকি প্রমুখ।












সর্বশেষ সংবাদ
জেল-জরিমানায়ও থামছে না ফসলি জমির মাটি কাটা
দাউদকান্দিতে মোটরসাইকেল থেকে পড়ে কিশোরীর মৃত্যু
রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি
১৩ বছর পর কায়কোবাদ দেশে আসছেন আজ
ব্রাহ্মণপাড়ায় আলোচিত শফিউল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে আরেক মামলা
২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মামলা
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ক্ষমতার পরিবর্তনে কাউকে গ্রাম ছাড়া করা যাবে না: কাজী নাহিদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২