রোববার ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১
মসজিদের ইমামসহ ৪ জনের জামিনে মুক্তি, সংবর্ধনা
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম |

  মসজিদের ইমামসহ ৪ জনের  জামিনে মুক্তি, সংবর্ধনা কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেফতারকৃত মসজিদের ইমামসহ ৪ জন জামিন পেয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লা কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন। পরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহার উদ্দিন, শিবির নেতা বেলায়েত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে ‘জুতার মালা’ পড়ানোর ঘটনা শুনে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন মসজিদের ইমাম নাঙ্গলকোটের রায়কোট এলাকার আবুল কালাম আজাদ, স্থানীয় জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াছ ভুঁইয়া, নানার বাড়িতে বেড়াতে যাওয়া চাঁদপুর সদর উপজেলার মইশাদী গ্রামের ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদসহ বেশ কয়েকজন। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিওটি ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পুলিশ ভিডিও দেখে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরমধ্যে স্থানীয় মসজিদের ইমাম আবুল কালাম আজাদ ও ভাগিনা সাজ্জাদকে গ্রেফতার করায় সংশ্লিষ্ট এলাকাসহ সর্বত্র সমালোচনার ঝড় উঠে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ইমাম ও ভাগিনাসহ নিরপরাধ ৪ জনকে জামিন দেন। 













https://www.comillarkagoj.com/ad/1735450812_left-banner.gif
সর্বশেষ সংবাদ
নবান্ন উৎসবে ভাটা
সিসিএন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত
৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৩ জন আটক
কুমিল্লায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৭০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ হাজার ইয়াবা পাচারকালে একই পরিবারের ৩ জন আটক
টাকা ছাড়া কিছুই বুঝতো না লোটাস কামাল --মনিরুল হক চৌধুরী
জেল-জরিমানায়ও থামছে না ফসলি জমির মাটি কাটা
১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ
১৩ বছর পর কায়কোবাদ দেশে আসছেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২