রোববার ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১
সচিবালয়ে আগুন
রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম |


রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা  প্রয়োগ করে তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সচিবালয়ে আগুন দেয়ার ঘটনা কোন মামুলি দুর্ঘটনা নয়। রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে এর তদন্ত করতে হবে।  এই তদন্তের মাধ্যমেই বের করতে হবে আমাদের নিরাপত্তায় কোথায় সংকট হচ্ছে।  কারণ সচিবালয়ে আগুন লাগা আসলেই কোন হালকা ঘটনা নয়। 
শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক গণ সংলাপে তিনি একথা বলেন।
জোনায়েদ সাকি আরো বলেন, সাধারণ মানুষের যত দাবি-দাওয়া উঠছে তার ন্যায্যতা বিচার করে যত দ্রুত সম্ভব সমাধান দেয়া যায় সেটি রাষ্ট্রকে ভাবতে হবে। একদিকে মানুষের জান বলে নিরাপত্তার হুমকি হচ্ছে, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না; বেড়েই চলেছে।  কিন্তু কেন বাড়ছে এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। সরকারকেই এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এই সরকারের চার মাসের উপর সময় পার হয়েছে - এখন মানুষ দেখতে চায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কি কাজ করছে। 
তিনি বলেন, ৫৩ বছরে গনতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার জন্য দায়ী যারা এসময় ক্ষমতায় এসেছেন প্রত্যেকেরই কম বেশি দায় আছে তাই আমাদেরকে নতুন রাজনীতির শক্তিও গড়ে তোলা দরকার।  
রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপে বক্তব্য দেন- নির্বাহী সমন্বয়ককারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী,ভাষানী অনুসারী পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, বাবুল,সম্পাদকমন্ডলী সদস্য বাচ্চু ভুইয়া, ডা: মোসলেহ উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনায়েত মজুমদার, অনুষ্ঠানের সভাপতি গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলা আহবায়ক ইমরাদ জুলকারসাইন ইমন ও সদস্য সচিব হাবিবুর রহমান লিটন সহ অনেকে।
এসময় গনসংলাপে বিভিন্ন শ্রেণী পেষার মানুষ  উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন।













সর্বশেষ সংবাদ
নবান্ন উৎসবে ভাটা
সিসিএন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত
৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৩ জন আটক
কুমিল্লায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৭০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জেল-জরিমানায়ও থামছে না ফসলি জমির মাটি কাটা
৫ হাজার ইয়াবা পাচারকালে একই পরিবারের ৩ জন আটক
১৩ বছর পর কায়কোবাদ দেশে আসছেন আজ
রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি
ব্রাহ্মণপাড়ায় আলোচিত শফিউল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২