স্টাফ
রিপোর্টার : ২৮ ডিসেম্বর শনিবার বিকালে কুমিল্লা জিলা স্কুল প্রিমিয়ার লিগ
সিজন পাঁচের ফাইনাল খেলা কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা
জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মিশন হাসপাতালের চেয়ারম্যান ও কুমিল্লা জিলা
স্কুল ১৯৮৬ ব্যাচের প্রাক্তন ছাত্র, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক
আনোয়ারুল হক।
কুমিল্লা জিলা স্কুল ক্রিকেট পরিবারের আয়োজনে
টুর্নামেন্ট পরিচালনা করেন মাহেদুল ইসলাম মসি, ফাহিম ইসতিয়াক করিম, আসিফ
মাহমুদ, জারিন আনাম মাহিন, আবু সুফিয়ান রিফাত, মেহেদী হাসান রবিন, মোহাম্মদ
মাশরাফি, ইরাম আহমেদ লিন, মোহাম্মদ সালসাবিল সাব্বির, মোহাম্মদ রিফাত।
খেলা অংশগ্রহণ করেন ফিউরিয়াস ফিফটিন(১৫ ব্যাচ) বনাম জিরো সেভেনেষ লিজেন্ডস
(৭ ব্যাচ)। ফিউরিয়াস ফিফটিন ১৫ ব্যাচ ৩৬ রানে জিরো সেভেন কে পরাজিত করে
চ্যাম্পিয়ন হয়।