ব্রাহ্মণপাড়া
থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর)
দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া নামক স্থান থেকে গাঁজাসহ এক
যুবককে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করেছে।
ব্রাহ্মণপাড়া থানা
সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এস আই অমর্ত্য মজুমদার
সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সবুজপাড়া থেকে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে
গ্রেপ্তার করে। গ্রেপ্তাররকৃত যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার
বালিয়াহুরা গ্রামের মৃত্যু শহিদুল হকের ছেলে ফয়েজ আহমেদ (২৫)।
এ ব্যপারে
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে
বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার মাদক আইনে
মামলা রুজু হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।