চৌদ্দগ্রাম
প্রতিনিধি: জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন -
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আজকের যুবকরাই
আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
আপনাদের সকলের প্রচেষ্টায় আগামীতে চৌদ্দগ্রামকে একটি আধুনিক চৌদ্দগ্রাম হিসেবে গড়ে তুলতে চাই।
মরহুম
কাজী জাফর আহমেদ চৌদ্দগ্রামের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। এ
চৌদ্দগ্রাম তিনি অনেক উন্নয়ন করেছিলেন। যার হাত ধরে কাশিনগর থেকে আলকরায়
স্কুল, কলেজ, বিদ্যুৎ, গ্যাস, ব্রিজ কালবাট সহ সকল উন্নয়ন কাজের ছোঁয়া
লেগেছিল। এই চৌদ্দগ্রামকে আমরা আবারও সকলে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে
ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো। আজকে যারা এই খেলার আয়োজন করেছেন নিঃসন্দেহে এটি
একটি ভালো উদ্যোগ। আমি সকল ভাল উদ্যোগের সাথে আছি এবং থাকবো। চৌদ্দগ্রামের
প্রতিটা ইউনিয়নে এভাবে খেলাধুলার আয়োজন করলে ইনশাআল্লাহ আমি সকলের পাশে
আছি।তিনি গত শুক্রবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া চরপাড়া দূরন্ত
শতদল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম স্বপন স্মৃতি স্মরণে ডাবল খাসি
কাপ লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র নেতা ও চরপাড়া শতদল
ক্লাবের পরিচালক ইবনুল মজুমদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী আবুল হাসান ইমামের
সঞ্চালনায় উপস্হিত ছিলেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদ, ব্যবসায়ী
আবুল হাসান ইমাম, চিওড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন পিন্টু,
ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, সমাজসেবক মোঃ মাসুদ, সোহরাব হোসেন সোহাগ, আব্দুর
রহমান, মোহাম্মদ মহন, প্রবাসী জলিল, মোহাম্মদ বাদল, মোহাম্মদ আরিফ, ম্যাচ
সমন্বয়ক হেদায়েতুল্লাহ ইমন প্রমুখ।