ইসমাইল নয়ন।।
কুমিল্লা
বিজিবি কতৃক গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০
বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী সীমান্তে
খারেরা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮,২৬,০০০/-
(আটচল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মূল্যের ৪৩০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার
শাড়ি জব্দ করে।
বিজিবি বলেন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও
চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা
সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান
পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার,
পিএসসি, এসি