স্টাফ
রিপোর্টার।। সফলতার ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে কুমিল্লা "ইকরা মডার্ণ
স্কুলের" উদ্যোগে বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও
আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম বলেন, এই অঞ্চলের নাম করা
প্রতিষ্ঠান ইকরা মডার্ন স্কুলে। এটা আপনাদের সবার সহযোগিতা নিয়ে
প্রতিষ্ঠিত। কর্ণেল আকবর এখানে এসেছিলেন কয়েকবার। শিক্ষার পাশাপাশি নৈতিক
শিক্ষাদানে এই স্কুল এগিয়ে আছে। যার কারনে এই স্কুলের শিক্ষার্থীরা ছড়িয়ে
আছে দেশের সকল প্রান্তে। ২০০৬ সাল থেকে বিভিন্ন সমস্যায় এটা পিছিয়ে গেলেও
আবারো সঠিক প্রচারণার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব।সারাবিশ্বের সাথে
পাল্লা দিয়ে চলতে যেটুকু জ্ঞান প্রয়োজন, আশা করি সেটুকু জ্ঞান দিয়ে আমরা এই
স্কুলের শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যাব। কুমিল্লা জনগনের অভিভাবক হাজী
আমিনুর রশিদ ইয়াছিন এই কুমিল্লাকে একটি আধুনিক শিক্ষানগরী হিসেবে বিশ্বের
সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছেন। আমরা আমাদের কোমলমতি
শিশুদেরকে মোবাইল ও অন্যান্য বাজে কাজে সময় নষ্ট না করে যেন পড়াশোনায়
মনোযোগী হয় সেদিকে সবাই খেয়াল রাখতে হবে। তবেই আপনার ছেলেমেয়ে বিশ্ব দরবারে
ভুমিকা রাখবে। আমাদের এই ইকরা মডার্ণ স্কুল তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।
নিজের চেষ্টা ও সফলতার মাধ্যমে বিশ্ব দরবারে সুনামের সাথে এগিয়ে যাবে।
প্রধান
বক্তার বক্তব্যে জনতার মেয়র নিজাম উদ্দিন কায়সার বলেন, অতীতে এই স্কুল
বৈষম্যের শিকার হয়েছে । আমাদের কুমিল্লার অভিভাবক কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন ভাইয়ের সাথে কথা বলে ইকরা মডার্ন
স্কুলের সার্বিক উন্নয়নে সহায়তা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য কে
হোসেন গ্রুপের স্বত্তাধিকারী মোঃ কামাল হোসেন রিপন বলেন, গুনানন্দি গ্রামে
আমার জন্ম। আমার গ্রামের শিক্ষার আলো ছড়াতে কাজ করে যাচ্ছি। ইকরা মডার্ন
স্কুলের কারনে আমাদের গ্রামের পরিচিতি সারাদেশে ছড়িয়ে পড়েছে।
সফলতার ২৫
বছরে পদার্পণ উপলক্ষ্যে কুমিল্লা "ইকরা মডার্ণ স্কুলের" উদ্যোগে বার্ষিক
ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। গতকাল
(সোমবার) বেলা ১১ঃ০০ টায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুনানন্দি গ্রামের
নিজস্ব স্কুল মাঠে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
ইকরা মডার্ন স্কুলের সভাপতি মোঃ আবুল বাশার বাকীর সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক কাজী আব্দুল মতিন স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলা বিএনপির
যুগ্ন আহবায়ক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের
সাবেক সভাপতি ও কে হোসেন গ্রুপ অব কোঃ লিঃ এর সত্ত্বাধিকারী মোঃ কামাল
হোসেন রিপন। আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ এয়ার আহমদ। ময়নামতি
কল্যাণ ট্রাস্ট এর সভাপতি জনাব, ইঞ্জিঃ মোঃ জাহাঙ্গীর আলম। ময়নামতি কল্যাণ
ট্রাস্টের সেক্রেটারি জনাব, মোঃ নুরুল ইসলাম তোফায়েল। ময়নামতি কল্যাণ
ট্রাস্টের কোষাধ্যক্ষ কাজী মোঃ জহিরুল ইসলাম। ময়নামতি কল্যাণ ট্রাস্টের
নির্বাহী সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য জনাব, মোঃ আনোয়ার
হোসেন। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য জনাব, ফারুক আহমেদ। বিশিষ্ট
শিল্পপতি ও সমাজসেবক জনাব, মোঃ মোশারফ হোসেন। কুমিল্লা ক্যান্টিনমেন্ট
বোর্ডের সাবেক সচিব জনাব, মোঃ সরাফত আলী। ময়নামতি কল্যাণ ট্রাস্টের সদস্য
জনাব, মোঃ আব্বাছ আলী। গুনানন্দী গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব,
ক্যাপ্টেন(অবঃ) সুলাইমান। গুনানন্দী গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব,
সুবেদার(অবঃ) আবুল কাশে। সাহেবনগরের বিশিষ্ট সমাজসেবক জনাব, মোঃ আউয়াল।
গুনানন্দী গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব, মোঃ শফিকুল ইসলাম মাষ্টার।