রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
মোবাইল ফোন কেড়ে নেওয়ায় কিশোরীর আত্মহত্যার চেষ্টা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৮ এএম |

 মোবাইল ফোন কেড়ে নেওয়ায়  কিশোরীর  আত্মহত্যার চেষ্টা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
শনিবার ( ২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরী ( ১৫ ) ওই এলাকার বাসিন্দা মোবারক হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, কিশোরী ( ১৫ ) পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন সময় বকাঝকা করতো। শনিবার বিকেলে কিশোরীর মা একই বিষয় নিয়ে তাকে বকাঝকা করে তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনায় কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে সন্ধ্যার দিকে বাড়ির পাশের ফার্মেসি থেকে ঘুমের দশটি ট্যাবলেট সংগ্রহ করে পরিবারের সদস্যদের অগোচরে খেয়ে ফেলে। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
কিশোরীর বাবা মোবারক হোসেন বলেন, আমার মেয়ে রাগ করে ঘুমের ওষুধ খেয়েছে। যে আমার এই ছোট মেয়ের কাছে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করেছে তার শাস্তি হওয়া উচিত। তার এই ভুলে আমার মেয়ের এই অবস্থা।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে ডিসোপেন-২ জাতীয় দশটি ঘুমের ট্যাবলেট খেয়েছে। শনিবার সন্ধ্যায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আশা করছি দু-একদিনের মধ্যেই সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে।












সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২