প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ এএম |
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন।
সোমবার
(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন
সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানিয়েছে।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (২৯ ডিসেম্বর সকাল ৮টা
থেকে ৩০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) ভর্তিদের মধ্যে বরিশালে ১৫, চট্টগ্রামে
১১, ঢাকা বিভাগে ৩০, ঢাকা উত্তরে ১৮, ঢাকা দক্ষিণে ২১, খুলনায় ৯,
ময়মনসিংহে এক এবং রাজশাহীতে ৯ জন রয়েছেন। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন
৯ হাজার ৬৬১ জন। এ বছরে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ১৩০
জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪১ জন। এ নিয়ে এখন
পর্যন্ত ৯৯ হাজার ৯০২ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি মাসের এ পর্যন্ত ৮৫ জনসহ
চলতি বছর ডেঙ্গুতে ৫৭৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।