নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ১৩ নং আদ্রা ইউনিয়ন আনাইদকোটা
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনাইদকোটা প্রিমিয়ার লীগ-এপিএল ৭ম আসারের ফাইনাল
খেলা অনুষ্ঠিত হয় ।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও
শিক্ষানুরাগী হাবিবুর রহমান জুলমাত, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট
সমাজ ও শিক্ষানুরাগী মাজারুল ইসলাম নাঈম, বিশেষ অতিথি ছিলেন মো:হাসান
(প্রবাসি), মাষ্টার আবদুল মমিন মোল্লা এবং ১৩ নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের
সেক্রেটারি মুরাদ তালুকদার।
উক্ত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে কিং
রাইডার্স ক্রিকেট একাদশ এবং রানারআপ হয়েছেন কিং অফ ক্রিকেট একাদশ। প্লেয়ার
অব দ্যা ম্যাচ হয়েছেন সুৃমন মিয়াজি। এপিএল খেলাটি আয়োজন করেছেন মো:জাকির
হোসেন,মো:এমরান হোসেন, মো:রাজিব,হাফেজ শরিফ, কাকান,সুমন এবং সামির।