রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
কুমিল্লায় ১৪৫ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন আটক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ এএম |

 কুমিল্লায় ১৪৫ বস্তা ভারতীয়  চিনিসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক: চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চিনির চালানসহ দুই জনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। রোববার মধ্যরাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা-সংকুচাইল সড়কের নবীয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ২টি পিকআপ গাড়ীসহ বোঝাই করা ১৪৫বস্তা (৭১০৫কেজি) চিনি জব্দ করা হয়েছে।
আটককৃত আসামী জব্দকৃত গাড়ীর চালকদ্বয় হলো ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউপির রামচন্দ্রপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সালাউদ্দিন (৪৭) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের সোহেল মিয়ার ছেলে রনি মিয়া(২২)।
থানা সুত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা-সংকুচাইল সড়কের নবীয়াবাদ এলাকায় রোববার মধ্যরাতে বাঙ্গরা বাজার থানার এসআই নাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় চোরাই পথে আসা ভারতীয় চিনি পাঁচার কালে দুটি পিকআপ গাড়ীতে বোঝাই করা ১৪৫বস্তা চিনি জব্দ করে। এসময় গাড়ীর চালক দুজনকে আটক করা হয়। এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা, কোম্পানীগঞ্জ, রামচন্দ্রপুরসহ বেশকিছু এলাকার একাধিক সিন্ডিকেটের মাধ্যমে চোরাই পথে আসা ভারতীয় চিনির রমরমা ব্যবসা চালিয়ে গেলেও মূলহোতারা রয়ে যায় অধরা, মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিন্ডিকেটের আসল সদস্যদের আইনের আওতায় আনার দাবী স্থানীয়দের।
বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আটককৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তের মাধ্যমে এই চোরাচালানের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।














সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২