একবছরে
কুমিল্লায় ৯৬ জন ব্যক্তির বেওয়ারিশ লাশ দাফন হয়েছে । যা গতচার বছরের
তুলনায় সর্বাধিক। পরিচয়হীন লাশকে আপন মমতায় সন্মানের সাথে শেষ বিদায়ে দেন
আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখা ও হিন্দু সৎকার সংঘ।
আঞ্জুমানের
তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি মাসে চারজন, ফেব্রুয়ারি মাসে ১০, মার্চ মাসে
চার, এপ্রিল মাসে ১০, মে মাসে ৬, জুন ৬, জুলাই মাসে ৫, আগস্ট মাসে ১৪,
সেপ্টেম্বর মাসে ৯, অক্টোবর মাসে ৩, নভেম্বর মাসে ১৪ ও ডিসেম্বর মাসে ১০ জন
ব্যক্তিকে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়। যার মধ্যে পুরুষ ৬৫ ও নারী ৩১ জন।
এসব লাশের অধিকাংশের বয়সই ২০ থেকে ৫০ এর মধ্যে।
সংস্থাটি ১৯৮১ সাল থেকে
কুমিল্লায় কাজ শুরু করে। ২০০১ সাল পর্যন্ত বেওয়ারিশ লাশ দাফনের কোন
পরিসংখ্যান নেই। ২০০২ সাল ১৩৫ জন, ২০০৩ সাল ১৪৩ জন, ২০০৪ সাল ১২৭ জন, ২০০৫
সাল ১৩৩ জন, ২০০৬ সাল ১৫৩ জন, ২০০৭ সাল ১২৭ জন,২০০৮ সাল ১২০ জন, ২০০৯ সাল
১১৪ জন, ২০১০ সাল ১৩৪ জন, ২০১১ সাল ১১৭ জন,২০১২ সাল ১১৯ জন, ২০১৩ সাল ৯৫
জন, ২০১৪ সালে ১০৮ জন, ২০১৫ সালে ১১৩ জন, ২০১৬ সালের ১৩০ জন, ২০১৭ সালে ১০৫
জন, ২০১৮ সালের ১০৩ জন, ২০১৯ সালের ১০৮ জন, ২০২০ সাল ৭৪ জন, ২০২১ সাল ৮৮
জন, ২০২২ সাল ৭৩ জন, ২০২৩ সাল ৮৪ জন, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত ৯৫
জন।
আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখার সহকারী পরিচালক সাজ্জাদ
হোসেন মজুমদার বলেন, পরিচয়হীন লাশ পুলিশের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এসব লাশ
বেশীর ভাগ পচা গলা থাকে। ট্রেনে কাটা লাশ থাকে দেহের খণ্ডিত খণ্ডিত অংশ
বিশেষ।
আর মহাসড়কের দুর্ঘটনায় নিহতের লাশ। এছাড়াও বিভিন্ন থানার লাশ,
নৌ পুলিশের লাশ, হাসপাতালের পরিচয়হীন ব্যক্তির লাশ আমরা আইনী মাধ্যম শেষ
করে দাফন করে থাকি।
তিনি আরো জানান, এ বছর পরিবারের সাথে ডিএনএ মিল
থাকায় তিনজনের লাশ উত্তলন করে পরিবারকে দিয়েছে আদালত। যার মধ্যে একজনের বয়স
২০ বছর যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছে। ৮ আগস্ট তার লাশ
উত্তলন করা হয়েছিলো।
সাংবাদিক অশোক কুমার বড়ুয়া জানান, এবছর বৌদ্ধ ধর্মাবলম্বীর কোনো অজ্ঞাত লাশ পাওয়া যায়নি।
কুমিল্লা
হিন্দু সৎকার সংঘের সাধারণ সম্পাদক কানু দত্ত বলেন, এবছর আমরা পরিচয়হীন
একজন সনাতনী ব্যক্তির লাশ দাফন করেছি। যার পরিচয় পাওয়া যায়নি। তিনি পুরুষ।
লাশটি গোমতি নদী হয়ে ভেসে এসেছে।
পিবিআই (পুলিশ ব্যুরো অব
ইনভেস্টিগেশন) কুমিল্লার পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, মরদেহের আঙুলের ছাপ
সংগ্রহ করেও পরিচয় শনাক্ত করতে পারেননি। তাহলে ডিএনএ নতুনা সংরক্ষণ করে,
বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়
হাইওয়ে পুলিশ সুপার (কুমিল্লা অঞ্চল )
মোঃ খাইরুল আলম জানান, মহাসড়কের দুর্ঘটনায় আহতদের আমরা প্রথম হাসপাতাল নিয়ে
যাই। তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। যদি দুর্ঘটনায় স্পষ্ট ডেথ হয় বা
হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় তাদের স্বজনদের খোঁজ করি। সর্বশেষ
পর্যায়ে আর কোন উপায় না থাকলে ডিএনএ রেখে, তার দেহের বিবরণ সংরক্ষণ করে
তাকে আঞ্জুমান মফিদুল ইসলাম এর নিকট দেওয়া হয়।
লাকসাম রেলওয়ে পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন বলেন, কুমিল্লার সালদা নদী থেকে ফেনী
পর্যন্ত ১৫৬ কিলো মিটার লাকসাম রেলওয়ে থানা। এখানে বিভিন্ন সময়ে ট্রেন
দুর্ঘটনায় অনেকে মারা যায়। তাদের লাশ আঞ্জুমান মফিদুল ইসলাম এর নিকট দেওয়া
হয়।
সংস্থার ইতিহাস বিষয়ে আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখার সভাপতি
আলহাজ্ব ওমর ফারুক জানান, ইব্রাহিম মুহাম্মদ ডুপ্লের উদ্যোগে ১৯০৫ সালে
কলকাতায় আঞ্জুমান মুফিদুল ইসলাম প্রতিষ্ঠিত হয়। যার কাজ মুসলমানদের
বেওয়ারিশ লাশ সংগ্রহ ও দাফন করা। ১৯৪৭ সালে আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকায়
স্থানান্তরিত হয়। সংস্থাটি ১৯৮১ সাল থেকে কুমিল্লায় কাজ শুরু করে।