রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ডাকঘর, মসজিদ, মাদ্রাসাসহ ৭৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ১১ কোটিরও বেশি আর্থিক ক্ষতি
রণবীর ঘোষ কিংক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ এএম |

চান্দিনায় মধ্য রাতে  ভয়াবহ অগ্নিকাণ্ড
কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ডাকঘর, মসজিদ এবং মাদ্রাসা সহ ৭৩টি ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে এসব প্রতিষ্ঠানের ১১ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের একটি মিষ্টি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশর্^বর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানগুলোর বেশিরভাগই কাঠ-বাঁশ ও টিন শেডের। ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ওই বাজারটির বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়েছে।
পানির উৎস বাজার থেকে কিছুটা দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের। এছাড়া আগুনের শিখার প্রভাবে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেড়ি হয়ে যায়। এতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। দমকল কর্মীরা এক টানা সাড়ে ৩ ঘন্টা কাজ করে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে ৭৩টি প্রতিষ্ঠান একেবাড়েই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে অর্পিতা ইলেকট্রনিক্স নামের একটি ফ্রিজ এসি ও টিভি দোকানের ৮০ লাখ, লোপা এন্টারপ্রাইজের ৮০ লাখ, মান্নান ভেটেনারি নামের একটি ঔষধের দোকানের ৮০ লাখ, স্বপন স্টোরের ৫০ লাখ, ভাই ভাই ক্রোকারিজের ৪০ লাখ টাকার মালামাল সহ ৭৩টি দোকানের ১১ কোটি ৯লাখ ৩০ হাজার টাকার মালামাল সব পুড়ে যায় বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এগুলোর মধ্যে ক্রোকারিজ, মিষ্টি দোকান, মুদি দোকান, কাপড় দোকান, জুতা দোকান, ওষুধ দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে.এম. জামাল বলেন- ৭৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে ব্যবসায়ীদের ক্ষতি পূরণে প্রশাসনের সহযোগিতা চাইবো। পুরো বাজারে এখনও অগ্নিকান্ডের ক্ষতচিহ্ন আর ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এদিকে আগুনে মাধাইয়া বাজার শাহী জামে মসজিদ, দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এবং মাধাইয়া বাজার ডাকঘর পুড়ে যায়।
এব্যাপারে ডাকঘর এর চান্দিনা উপজেলা পরিদর্শক আলী আমজাদ খাঁন জানান, মাধাইয়া ডাকঘরে কোন আর্থিক লেনদেন নেই। সেখানে চিঠি-পত্র আদান-প্রদান হয়। আমাদের খুব বেশি আর্থিক ক্ষতি হয়নি। তবে যে ভাড়া ঘরে ডাকঘরের কার্যক্রম হতো সেটি পুড়ে গেছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, আমরা রাত ১১:৫০ মিনিটে খবর পেয়েছি। রাস্তায় যানজট ছিল। পৌঁছাতে কিছুটা দেড়ি হয়েছে। ৬টি ইউনিট কাজ করে ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিভাতে সক্ষম হয়েছি।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, সকালেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৭৩টি ব্যবসায় প্রতিষ্ঠান একেবারেই পুড়ে গেছে। ডাকঘর, মসজিদ, মাদ্রাসাও ভস্মীভূত হয়েছে। আসলে এটা ব্যাপক আর্থিক ক্ষতি যা অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি।












সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২