সোমবার ৬ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১
‘বাংলাদেশকে জুলুম-নির্যাতন থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন’
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১২:৪৯ এএম |


‘বাংলাদেশকে জুলুম-নির্যাতন থেকে  আল্লাহ মুক্তি দিয়েছেন’ বাংলাদেশের ওপর শান্তি কামনা করে ফিলিস্তিনের মাসজিদুল আকসার খতিব শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী বলেছেন,ফিলিস্তিনে বছরের পর বছর মুলমানরা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন, মুসলমানদের পাখির মত গুলি করে মারা হচ্ছে, আমি আমার দেশ ফিলিস্তিনবাসীর জন্য চাই, আল্লাহ তায়ালা যেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। তিনি আরও বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে মুসলমানদের প্রথম কিবলা মাসজিদুল আকসার খতিবের দায়িত্ব পালন করছি, আমি আল্লাহর রাসুল (সা.) এর সর্বকনিষ্ঠ চাচা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বংশধর। 
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। 
এর আগে ১৭৫ জন হাফেজকে পাগড়ি প্রদান ও চারজন আন্তর্জাতিক ক্বারীকে ক্রেস্ট, পাগড়ি ও সম্মাননা দেওয়া হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ও বাবুস সালাম মাদরাসার প্রতিষ্ঠাতা মাও. মো. আনিছুর রহমানের সঞ্চালনায় শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী আরও বলেন, বাংলাদেশের অনেক আলেম ওলামাকে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন ও জুলুম করা হয়েছে। মিথ্যা অপবাদে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা সেই জুলুম-নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্তকরেছেন। আমিবাংলাদেশের ওপর আল্লাহ তায়ালার শান্তি বর্ষণের দোয়া করছি।  বক্তব্যে শুরুতে তিনি আল্লাহর প্রশংসা করে বলেছেন, আল্লাহ তায়ালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আমি স্বাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই, পালনকর্তা নেই। তিনি সিরিয়া প্রসঙ্গে বলেন, প্রায় ৫০ বছরের ওপর সিরিয়াবাসীর ওপর জুলুম-নির্যাতন চলে আসছিল, আল্লাহর রহমতে সিরিয়াতে জুলুম দূর হয়েছে। সিরিয়াবাসীর ওপর আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়েছে। ইনশাল্লাহ ফিলিস্তিনও একদিন মুক্তি লাভ করবে। মহাসম্মেলনে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কোরাইশী কাসেমী। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন, সৌদি আরবের শায়েখ ওমর বিন আব্দুল লতিফ, ভারতের দারুল উলুম দেওবন্দ এর প্রধান মুফতি হাবিবুর রহমান খয়রাবাদীসহ আরও অনেক আলেম ওলামাগণ।














সর্বশেষ সংবাদ
বাপে-মেয়ে মিল্লা পালাইছে কোথায় বাহার-লোটাস
কুমিল্লা মহানগরীর ৪ওয়ার্ডে বিএনপি’র কমিটি
বেদখল হয়ে আছে কুমিল্লার সড়ক-মহাসড়কের যাত্রীছাউনি
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক
কুমিল্লায় ফসলের মাঠজুড়ে সাদা বকের মিলন মেলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২