মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১
দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৯:২৭ পিএম |

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজদৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হলেন। আজ বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় দেশ রূপান্তর পত্রিকার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব বুঝে নেন তিনি।
এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), এ এস এম সাইখুল ইসলাম,  প্রধান মানব সম্পদ কর্মকর্তা মো.মোস্তফা কামাল, সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশসহ অন্যান্য দেশ রূপান্তরের বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মীরা।
অনুষ্ঠানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ রূপান্তর প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আমরা সুন্দর সম্পর্কের মাধ্যমে দেশ রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবো। ছোট ছোট সহানুভূতি অনেক পরিস্থিতি বদলে দেয়। সবাই সহানুভূতি নিয়ে এক হয়ে কাজ করে দেশ রূপান্তর আরও এগিয়ে যাবে। নতুন বছরে এই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.) বলেন, ‘দেশ রূপান্তর অর্গানাইজ ওয়েতে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই চলবে। আপনারা সবাই সেভাবেই কাজ করবেন। এখানে কোন পরিবর্তন হবে না।
সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে কামাল উদ্দিন সবুজ বলেন, ‘আমার পেশাজীবনের গুরুত্বপূর্ণ দিন আজ। কারণ, সাংবাদিকতা জীবনে সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে। এই দিনে সাংবাদিক হিসেবে আমি প্রয়াত অমিত হাবিবকে স্মরণ করছি। যিনি এই পত্রিকাকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে শক্ত ভিত দিয়ে গেছেন। সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন দীর্ঘ সময় ধরে পত্রিকাকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা সবাই মিলে দেশ রূপান্তর পত্রিকাকে আর এগিয়ে নিয়ে যাবো।’
তিনি বলেন, ‘আমরা চাইবো দেশ ও পৃথিবীর বাস্তবতায় দেশ রূপান্তর পত্রিকা অগ্রণী ভূমিকা রাখবে। আজকের এই দিনটি দেশ রূপান্তর পত্রিকার জন্য একটি মাইলফলক। আমাদের এই যাত্রায় সমস্যা আসবে, তার সমাধানও হবে। এসবের মধ্যেও সততা নিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমরা সবাই মিলে কাজ করবো। যাতে দেশ ও জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে দেশ রূপান্তর।
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে মোস্তফা মামুন বলেন, ‘অনেক সীমাবদ্ধতার পরও সবার আন্তরিক সহযোগিতায় দেশ রূপান্তর অনেক এগিয়েছে। এই যাত্রায় আমি সবার সহযোগিতা পেয়েছি। এজন্য আমার সকল সহকর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আড়াই বছর আগে রূপায়ণ গ্রæপ আমাকে সম্পাদকের মতো গুরুদায়িত্ব দেয়। সেটি আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এই দায়িত্বের জন্য আমি রূপায়ণ কর্তৃপ¶কে কৃতজ্ঞতা জানাই।’
নতুন সম্পাদকের হাত ধরে দেশ রূপান্তর পত্রিকা আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন দেশ রূপান্তরের বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন।
ফেনী শহরের ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন সবুজের। তার পৈত্রিক নিবাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন। মাতা মরহুমা জেবুন্নাহার ও পিতা মরহুম সুলতান আহমেদ মজুমদারের বড় সন্তান তিনি। কামাল উদ্দিন সবুজ ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখানে তিন বছর কাজ করার পর ১৯৮৮ সালে তিনি দেশের প্রথম ইংরেজি নিউজ এজেন্সি ইউএনবিতে যোগ দেন। সেখানে প্রায় সাড়ে ৩ বছর কাজ করার পর ১৯৯১ সালে তিনি বাসসে (বাংলাদেশ সংবাস সংস্থা) কাজ শুরু করেন। সর্বশেষ তিনি জ্যেষ্ঠ বার্তা সম্পাদক ছিলেন। কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।












সর্বশেষ সংবাদ
প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক,অস্ত্রউদ্ধার
এককভাবে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্ট হবে
মোবাইলে গেমস্ খেলার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদের নতুন কমিটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বেদখল হয়ে আছে কুমিল্লার সড়ক-মহাসড়কের যাত্রীছাউনি
বাপে-মেয়ে মিল্লা পালাইছে কোথায় বাহার-লোটাস
কুমিল্লা মহানগরীর ৪ওয়ার্ডে বিএনপি’র কমিটি
কুমিল্লায় ফসলের মাঠজুড়ে সাদা বকের মিলন মেলা
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২