মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
ভিক্টোরিয়া কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ঘটনা
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১২:৪৪ এএম আপডেট: ০৪.০১.২০২৫ ১০:৩৪ পিএম |

 শহরে আবারো কিশোর গ্যাং  গ্রুপের অস্ত্রসহ মহড়াকুমিল্লা নগরীতে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। কুমিল্লা নগরীর আলোচিত কিশোর গ্যাং 'রতন গ্রুপের' সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখাসংলগ্ন রানীর দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কিশোর গ্যাং সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শুক্রবার বিকেলে আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্তত ৩০ সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘীর পাড়ে মহড়া দেয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। 
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, কিশোর গ্যাং রতন গ্রুপ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি। তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

















সর্বশেষ সংবাদ
প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক,অস্ত্রউদ্ধার
এককভাবে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্ট হবে
মোবাইলে গেমস্ খেলার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদের নতুন কমিটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিব হয়েছেন কুমিল্লার নজরুল ইসলাম
বেদখল হয়ে আছে কুমিল্লার সড়ক-মহাসড়কের যাত্রীছাউনি
বাপে-মেয়ে মিল্লা পালাইছে কোথায় বাহার-লোটাস
এককভাবে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্ট হবে
কুমিল্লা মহানগরীর ৪ওয়ার্ডে বিএনপি’র কমিটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২