কুমিল্লার লালমাইয়ে
পূর্ব শত্রুতার জের ধরে আমির হোসেন নামে এক কৃষকের লাগানো গাছ কেটে ফেলার
অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের বেলঘর দীঘির পার গ্রামে এ
ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় দুর্বৃত্তরা শনিবার (৫ জানুয়ারি)
রাতে ওই গ্রামের আবুল হাশেমের ছেলে আমির হোসেনের বেলঘর দীঘির উত্তর পারে
লাগনো ১৫/২০ টি কাঠ আকাশি গাছের মাথা কেটে ফেলে যায়।
এবিষয়ে ওই গ্রামের সফিকুর রহমান বলেন, গাছগুলো রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে ফেলে। সকালে আমি সহ গ্রামের সর্দারকে জানিয়েছে।
আমির
হোসেন বলেন একবছর আগে এই জায়গাটি আমি খরিদ করি। মানুষ চলাচলের জন্য
রাস্তাও দিয়েছি। ৪/৫ দিন ধরে রাতে গাছের মাথা কেটে রেখে যায়। আমি গ্রামের
সর্দার মাতবর বিষয়টি জানিয়েছি। কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না। তবে
আমার সাথে রাস্তা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ রয়েছে।
এব্যাপারে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে।