হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার
সৌদি প্রবাসী অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার
(৬ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ
চক্রবর্ত্তীর আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি অনিককে ৫ লাখ টাকা
অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অনিক কুমিল্লার কোতোয়ালি থানার ধনুয়াখোলা দীঘির পশ্চিমপাড়ের আব্দুর আজিজের ছেলে।
তবে অনিকের চাচাতো ভাই মাসুদ ওরফে রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পেয়েছেন।
রায় ঘোষণার আগে অনিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মু. আবদুল নূর ভূঁঞা (বাবলু) এ তথ্য নিশ্চিত করেন।
জানা
গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি
আরবের দাম্মাম গমনকালে অনিককে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার
৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আজাদুল ইসলাম ছালাম
দুই জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে
অধিদফতরের আরেক পরিদর্শক হোসেন মিঞা ২০২৩ সালের ৩ এপ্রিল দুই জনকে অভিযুক্ত
করে চার্জশিট দাখিল করেন। এরপর দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার
শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ
করা হয়।