কুমিল্লার
দেবিদ্বারে বালুবোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার
(৬জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গোমতী নদী সংলগ্ন খলিলপুর ব্রীজের দক্ষিণ
পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (৪০)। তিনি উপজেলার
ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের শাম মিয়ার ছেলে। রুবেল মারা যাওয়ার
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার এসআই মো.কামরুল হাসান।
প্রত্যাক্ষদর্শীরা
জানান, সোমবার ভোরে হামলাবাড়ি-বালিবাড়ির এলাকার বালুটিলা থেকে বালু বোঝাই
করে গোমতী বেঁড়িবাঁধ সড়ক হয়ে খলিলপুর গ্রামে যাচ্ছিলেন। পরে খলিলপুর ব্রীজ
কাছে এসে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এতে রুবেলের মাথা থেতলে যায়।
পরে কয়েকজন এসে চালক রুবেলকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
নিহত রুবেলের মা আলেয়া বেগম বলেন,
কাজে যাওয়ার আগে রুবেল আমাকে ডাক দিয়ে বলে গেছে’ মা আমি কাজে যাই’ তারপর
খবর পাই রুবেল এক্সিডেন্ট করছে, হাসপাতালে নিয়ে গেছে, পরে আমার ছেলের লাশ
বাড়িতে নিয়া আসছে।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন,
ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো
অভিযোগ দেয়নি। ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা
হয়েছে।