কুমিল্লা
সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদের নতুন কমিটি
গঠন করা হয়েছে। ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম
আহ্বায়ক মোঃ বিল্লাল এর সার্বিক সত্ত্বাবধানে ও এলাকাল মুসল্লিদের আলোচনার
মাধ্যমে কমিটি গঠন করা হয়। মোঃ সাদেকুর রহমানকে সভাপতি ও মোঃ গোলাম
রাব্বামি (আজাদ) কে সাধারণ সম্পাদক করে ১১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।
কমিটির অন্যান্য সদস্যরা উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল ডাঃ
আসাদুজ্জামান, উপদেষ্টা এ.এস.পি মাহাবুবুর রহমান, মোঃ ম্যানেজার জাহাঙ্গীর,
মোঃ হোসেন মিয়া, মোঃ মহিউদ্দিন মহি, জসিম মিয়া, মোঃ ইউসুফ মিয়া, মোঃ হারুন
মিয়া, মোঃ শাহ জাহান মিয়া, মোঃ শাহীন মিয়া, মোঃ জহিরুল ইসলাম, ছিদ্দিক
মিয়া, মোঃ রমিজ মিয়া, মোঃ আনার মিয়া।
মসিজদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ
সিনিয়র
সহ-সভাপতিঃ ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক। সহ-সভাপতিঃ মোঃ মিজানুর রহমান, মোঃ
সিরাজুল ইসলাসম, মোঃ খোকন মিয়া, মোঃ গ্যাস মিয়া, মোঃ মোস্তফা কামাল
বাবু,সিনিয়র সহ-সাধারণ সম্পাদকঃ মোশারফ হোসেন বাবু। সহ-সাধারণ সম্পাদকঃ
আব্দুল আল বাকী, প্রফেসর মোঃ ফরহাদ উদ্দিন চৌধুরী, প্রফেসর মোঃ মহিউদ্দিন
মিন্টু, মোঃ ফারুক, মোঃ লিয়াকত আলী, মোঃ সাইফুল, মোঃ মাশুক। কোষাধ্যক্ষঃ
মোঃ বিপ্লব। সিনিয়র সহকারী কোষাধ্যক্ষঃ মোঃ তন্ময়।
সহকারী কোষাধ্যক্ষঃ
মোঃ শহির মুন্সি। খাদেমঃ মোঃ আশার মিয়া। সদস্যঃ মোঃ জামাল মিয়া, মোঃ
হুমায়ুন মিয়া, মোঃ রিন্টু মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ তারেক, মোঃ রনি, মোঃ
শাহ আলম, মোঃ জনি, মোঃ সবুজ, মোঃ জহির, এড. মোহাম্মদ সুলতান, মোঃ
রকিব/ইমতিয়াজ, মোঃ আলি, মোঃ আরিফ, মোঃ আমির মিয়া, মোঃ কবির মিয়া, মোঃ খোকন
পেশকার, মোঃ বিদু মিয়া, মোঃ হোসেন, মিহির, মাসুক, তহির, সুলতান, রানা,
দেলু, হাসান, মিজানুর রহমান নিজাম, মাছুম, জামাল, এম.এ মতিন, আনোয়ার, পলাশ,
জম্বু, ওহিদ, খোকন, রাশেদ, সাইফ মিয়া, আশিক, জামাল, আলঙ্গীর, মামুন,
তৌহিদ, শরিফ, মাছুম, রতন, আনিছ, আমিনুল হক, ইসমাইল, ইসহাক, মানিক, জাহিদ,
কাউছার, ওহিদ, সুমন, লিটন, মোহন, শাহ জাহান, দুলাল, মাবু, ছালা উদ্দিন,
আতিক, রফিক, মাছুদ, মামুন, মজিবুর, তানভীর, মিলন, ডাক্তার শাহ আলম, মাইফুল,
কামরুল ইসলাম, ফাহেদ বিন ওয়াহিল কমল, পুনম, শাহজাহান।