চৌদ্দগ্রাম
প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রামে রেললাইনে বসে মোবাইলে গেমস্ খেলার সময়
ট্রেনে কাটা পড়ে মোঃ তুহিন(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তুহিন
উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের ইলিয়াছের ছেলে। রোববার
সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আলকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার
বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক মিয়া।
স্থানীয়
সূত্র ও নিহতের চাচা ছোটন মিয়া জানান, তুহিন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের
আলকরা এলাকায় লাইনের উপর বসে মোবাইলে গেমস্ খেলছিলেন। রোববার সন্ধ্যায়
চট্টগ্রাম থেকে লাকসামগামী দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর
মৃত্যু হয়।
লাকসাম জিআরপি থানার ডিউটি অফিসার ইমরান হোসেন জানান, ‘সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে’।